অাকাশ জাতীয় ডেস্ক:
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সারা বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মরণীয় ১০টি উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখছে। তাই আগামী দিনেও শেখ হাসিনার সঙ্গে থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি।
শুক্রবার বিকালে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাংলাদেশ বেতারের ‘সোনালী স্বপ্নের দেশে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, তখনই এই দেশ একটি গণতান্ত্রিক ধারা পায়। বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যায়। বর্তমানে বাংলাদেশ শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে ও খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে।
বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের কোনো উন্নয়ন করেননি দাবি করে তিনি বলেন, তারা করেছে নারী ধর্ষণ, হত্যা, বোমা বিস্ফোরণ, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা। পাকিস্তানের পেতাত্মারা নানা ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে দিয়েছিল। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশ আবার এগিয়ে যাচ্ছে।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পদার্পণ করবে। ইতিমধ্যে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর জন্ম তারিখে ১৭ মার্চ নতুন একটি সুখবর পেয়েছে বাঙালি জাতি, সেটি হলো বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে। এই বিজয়, এই অর্জন বঙ্গবন্ধুকন্য শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সম্ভব হয়েছে।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপমহাপরিচালক (অনুষ্ঠান) সালাহ্ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিএম কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার, আঞ্চলিক পরিচাল এস এম জাহিদ হোসেন, উপ-আঞ্চলিক পরিচালক রফিক রায়হান, ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম।
অনুষ্ঠানে একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষাসহায়ক কার্যক্রম, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে জনগণের কল্যাণে শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়। পরে ঢাকা, বরিশাল ও খুলনা বেতারের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















