অাকাশ জাতীয় ডেস্ক:
সংসদ বহাল রেখে গ্রহণযোগ্য নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি এম. হাফিজ উদ্দিন খান।
বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার হলে সিপিবি-বাসদ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অবাধ নিরপেক্ষ অর্থবহ নির্বাচন, নির্বাচনকালীন সরকার নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হাফিজ উদ্দিন খান বলেন, ‘ক্ষমতাসীন দল থেকে বলা হচ্ছে আগামী নির্বাচনে সংসদ বহাল থাকবে। যেখানে ৩৫০ জন অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি উপস্থিত থাকবেন, সেখানে ভালো বা গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি না। আপনারাও (উপস্থিত ব্যক্তবর্গ) এটা বিশ্বাস করেন না। এটা নির্বাচন কমিশনেও বলেছি। অথচ এ ব্যাপারে কেউ কোনও কথাই বলছেন না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সম্প্রতি বলেছেন ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে’। কাদেরের বক্তব্য টেনে হাফিজ উদ্দিন খান বলেন, ‘সংবিধানে তো সংসদ ভেঙে দেওয়ার বিরুদ্ধে কিছু বলা নেই। যেভাবে দেশে এখন নির্বাচন হচ্ছে, তাতে নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে পাচ্ছি না। সংবিধানে সংসদ ভেঙে দেওয়ার কথা পরিষ্কারভাবে বলা আছে। সুতরাং এটা করলে সংবিধান লঙ্ঘন করা হবে না।’
নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা। তার অভিযোগ, একদল নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, আরেক দল ঘর থেকে বেরও হতে পারছে না। তবুও নির্বাচন কমিশন বলছে, তফসিল ঘোষণার আগে আমাদের কিছুই করণীয় নেই। অথচ নির্বাচন কমিশন চাইলে এটা বন্ধ করতে পারে। তাদের (ইসি) সেই ক্ষমতা আছে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রানা দাসগুপ্ত সিপিবি ও বাসদের ১৮ দফা প্রস্তাবের বিষয়ে বলেন, ‘নির্বাচনের আর ছয় মাস বাকি আছে। এ সময়ের মধ্যে ছোট করে কী কী বিষয় সংস্কার করা যায়, তা আমাদের সবাইকে বসে ঠিক করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া। আলোচনায় অংশ নেন গণফোরামের নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম হোসেন, কাজল দেবনাথ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















