অাকাশ জাতীয় ডেস্ক:
বিশ্বের সেরা ধনী এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে তোলা একটি সেলফি টুইটারে নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিল গেটসের সঙ্গে তোলা সেলফি শেয়ার করে শাহরিয়ার আলম টুইটারে লিখেছেন, ‘একজন মহৎ মানুষের সাথে যিনি শিশুমৃত্যু কমাতে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করেছেন তার ফাউন্ডেশনের মাধ্যমে। বাংলাদেশের অগ্রগতি সমন্ধে পুরোপুরি ওয়াকিবহাল তিনি (বিল গেটস)। মাননীয় প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন তাঁর অর্জনের জন্য।’
বিল গেটস বিশ্বের সেরা ধনী হওয়ার পাশাপাশি তার প্রতিষ্টিত দাতব্য সংগঠন ‘বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ বিশ্বের সবচেয়ে বেশি অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান। মূলত বিশ্বে শিশু মৃত্যুহার কমানোর জন্য বিভিন্ন দেশে অর্থ সহায়তা দিয়ে থাকে সংগঠনটি। এছাড়া আরও বিভিন্ন বিষয়ে অর্থ সহায়তা দেয় এ ফাউন্ডেশন।
আকাশ নিউজ ডেস্ক 



















