ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

এত দিন হারিকেন বাতির আলোয় বই পড়েছি: স্কুলছাত্রী মৌমিতা

অাকাশ জাতীয় ডেস্ক:

এত দিন হারিকেন বাতির আলোয় বই পড়েছি। প্রচণ্ড গরমে অস্থির হয়ে হাতপাখার বাতাস খেয়ে শরীর ঠাণ্ডা করার চেষ্টা করেছি। স্কুলে তীব্র গরমে লেখাপড়া করতে নাভিশ্বাস উঠত।

নিজের এই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে সাতক্ষীরার দেবীশহর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মৌমিতা দাস ভিডিও করফারেন্সে প্রধানমন্ত্রীকে বলেন ‘ এখন আমাদের গ্রামে সব বাড়িতে বিদ্যুৎ এসেছে। আমরা বিদ্যুতের আলোয় বই পড়ছি। ঘরে মাথার ওপর ঘুরছে বৈদ্যুতিক পাখা। এজন্য আপনাকে ধন্যবাদ’।

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় এই ভিডিও কনফারেন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি কথা বলেন মৌমিতার সঙ্গে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের সবগুলো গ্রাম বিদ্যুতায়িত হয়েছে। আগামী জুনের মধ্যে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলা বিদ্যুতায়িত হবে বলে তিনি প্রধানমন্ত্রীকে জানান।

ভিডিও কনফারেন্সে আলোচনার একপর্যায়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বহু কাঙ্ক্ষিত কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হয়েছে। এতে মানুষ উপকৃত হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব উন্নয়নকাজের পাশাপাশি জনগণের ভোগান্তি দূরীকরণ ও স্বাস্থ্যসেবা দেয়ার নির্দেশ দেন।

এ সময় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা খাতুন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ বিভাগের জিএম রবীন্দ্রনাথ দাসসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের

এত দিন হারিকেন বাতির আলোয় বই পড়েছি: স্কুলছাত্রী মৌমিতা

আপডেট সময় ০১:২১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

এত দিন হারিকেন বাতির আলোয় বই পড়েছি। প্রচণ্ড গরমে অস্থির হয়ে হাতপাখার বাতাস খেয়ে শরীর ঠাণ্ডা করার চেষ্টা করেছি। স্কুলে তীব্র গরমে লেখাপড়া করতে নাভিশ্বাস উঠত।

নিজের এই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে সাতক্ষীরার দেবীশহর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মৌমিতা দাস ভিডিও করফারেন্সে প্রধানমন্ত্রীকে বলেন ‘ এখন আমাদের গ্রামে সব বাড়িতে বিদ্যুৎ এসেছে। আমরা বিদ্যুতের আলোয় বই পড়ছি। ঘরে মাথার ওপর ঘুরছে বৈদ্যুতিক পাখা। এজন্য আপনাকে ধন্যবাদ’।

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় এই ভিডিও কনফারেন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি কথা বলেন মৌমিতার সঙ্গে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের সবগুলো গ্রাম বিদ্যুতায়িত হয়েছে। আগামী জুনের মধ্যে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলা বিদ্যুতায়িত হবে বলে তিনি প্রধানমন্ত্রীকে জানান।

ভিডিও কনফারেন্সে আলোচনার একপর্যায়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বহু কাঙ্ক্ষিত কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হয়েছে। এতে মানুষ উপকৃত হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব উন্নয়নকাজের পাশাপাশি জনগণের ভোগান্তি দূরীকরণ ও স্বাস্থ্যসেবা দেয়ার নির্দেশ দেন।

এ সময় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা খাতুন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ বিভাগের জিএম রবীন্দ্রনাথ দাসসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।