ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না: জি এম কাদের সংবিধানের দুর্বলতা দূর করতেই গণভোট: আলী রীয়াজ নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন

৮ মাস পর তাড়িয়ে দেয়া রোহিঙ্গাদের ক্যাম্পে মিয়ানমারের মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসার আট মাস পর রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করতে কক্সবাজারে উখিয়ায় এসেছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে।

বুধবার সকাল ১০টায় একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে তিনি প্রতিনিধিদলসহ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে পরিদর্শন শুরু করেন।

সূত্র মতে, মিয়ানমার মন্ত্রী ক্যাম্পের বেশ কিছু এলাকা পরিদর্শন শেষে বর্তমানে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলছেন।

এদিকে রোহিঙ্গা ইস্যু শুরুর পর থেকে প্রথম বারের মত মিয়ানমার থেকে মন্ত্রী কিংবা প্রতিনিধি দল রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন।

গত ২৫ অগাস্ট মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা। রাখাইনে তাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ।

প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য আট হাজার ৩২ জনের একটি তালিকাও দেয়া হয়েছিল মিয়ানমারকে। ওই তালিকা যাচাই-বাছাই করে ৩৭৪ জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে চিহ্নিত করার কথা জানিয়ে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, যে কোনো সময় তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

৮ মাস পর তাড়িয়ে দেয়া রোহিঙ্গাদের ক্যাম্পে মিয়ানমারের মন্ত্রী

আপডেট সময় ১২:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসার আট মাস পর রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করতে কক্সবাজারে উখিয়ায় এসেছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে।

বুধবার সকাল ১০টায় একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে তিনি প্রতিনিধিদলসহ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে পরিদর্শন শুরু করেন।

সূত্র মতে, মিয়ানমার মন্ত্রী ক্যাম্পের বেশ কিছু এলাকা পরিদর্শন শেষে বর্তমানে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলছেন।

এদিকে রোহিঙ্গা ইস্যু শুরুর পর থেকে প্রথম বারের মত মিয়ানমার থেকে মন্ত্রী কিংবা প্রতিনিধি দল রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন।

গত ২৫ অগাস্ট মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা। রাখাইনে তাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ।

প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য আট হাজার ৩২ জনের একটি তালিকাও দেয়া হয়েছিল মিয়ানমারকে। ওই তালিকা যাচাই-বাছাই করে ৩৭৪ জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে চিহ্নিত করার কথা জানিয়ে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, যে কোনো সময় তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত তারা।