অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ছিলেন না সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক। কিন্তু তার হাতেই নৌকা তুলে দেয়ার সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ।
অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ বছর আগে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া জাহাঙ্গীর আলমকে এবার প্রার্থী করেছে ক্ষমতাসীন দল।
আগামী ১৫ মে দুই মহানগরে ভোটকে সামনে রেখে রবিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের এই সিদ্ধান্তের ফলে তালুকদার আবদুল খালেককে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিতে হবে। কারণ, সংসদ সদস্য হয়ে স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে আইনি বাধা আছে।

গত ৩১ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ এপ্রিলের মধ্যে প্রার্থিতা জমা দিতে হবে। আর আওয়ামী লীগ এই দুই মহানগরে আগ্রহী প্রার্থীদের মধ্যে গত ৬ ও ৭ এপ্রিল মনোনয়ন ফরম বিক্রি করে। আর আজ সন্ধ্যায় গণভবনে মনোনয়নপ্রত্যাশীদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকে ক্ষমতাসীন দল।
খুলনায় খালেককে আওয়ামী লীগ মনোনয়ন দিতে পারে, এটা আগে থেকেই ধারণা ছিল। তবে তিনি মনোনয়ন ফরম তোলেননি। তবে তাকেও আওয়ামী লীগ ডাকে।
সব মিলিয়ে খুলনায় সাত জন এবং গাজীপুরের ১০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয়া হয়।
আরও আসছে…
আকাশ নিউজ ডেস্ক 



















