অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে বিএনপি। রবিবার বিকাল ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার নেওয়া শুরু করে। দলের স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের দায়িত্ব পালন করছেন।
প্রথমে খুলনার প্রার্থীদের দিয়ে কার্যক্রম শুরু হয়। খুলনা থেকে সাক্ষাৎকার দিতে এসেছেন তিন নেতা। তারা হলেন, নজরুল ইসলাম মুঞ্জু, শফিকুল আলম মনা ও বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি। সন্ধ্যা সাতটার দিকে গাজীপুর সিটিতে নির্বাচনে আগ্রহী সাতজনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।
গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দেন বর্তমান মেয়র এম এ মান্নান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র মান্নানের ছেলে এম মঞ্জুরুল কবির, গাজীপুর জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার, গাজীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন।
সাক্ষাতকার শেষে ‘আজকেই মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে’- এমনটা জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















