অাকাশ জাতীয় ডেস্ক:
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করে শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে দেয়া শর্ত পূরণ করেছেন। বিভিন্ন সময়ে যারা পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করেছে তাদেরও বিচার করা হবে। শনিবার রাতে তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সকল অন্যায় অবিচারের বিচারকাজ সম্পন্ন করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান নৌমন্ত্রী। সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
আকাশ নিউজ ডেস্ক 



















