ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

চরিত্র আছে নাকি যে হনন হবে: মওদুদকে হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির নেতাদের হনন করার মতো কোনো চরিত্র আছে কি না তা জানতে চেয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ।

১২৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের কথা বলে বিএনপি নেতাদের চরিত্র হননের চেষ্টা চলছে বলে মওদুদ আহমদ যে অভিযোগ করেছেন, তার জবাব এসেছে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কথা বলেন।

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, মোর্শেদ খান, আবদুল আউয়াল মিণ্টু, তার ছেলে তাবিথ আউয়াল এবং হাবিবুর নবী খান সোহেল গত এক মাসে ব্যাংক থেকে ১২৫ কোটি টাকা তুলেছেন বলে একটি অনলাইন গণমাধ্যমে খবর এসেছে।

২ এপ্রিল এই অভিযোগ খতিয়ে দেখতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আর আজ বুধবার এসব নেতাদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে সংস্থাটি।

দুদকের এই অনুসন্ধানের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এসব অভিযোগ বানোয়াট। আর এই অভিযোগ এসেছে, সেটা আদালতে টিকবে না। তাই অনুসন্ধানের আগে পত্রিকায় দিয়ে বিএনপি নেতাদের চরিত্র হনন করা হচ্ছে।

মওদুদের এই বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘যার চরিত্র বলে কিছুই নেই সেই মওদুদ সাহেব বলেছে এই কথা। কোন মুখে, লজ্জায় আপনি এই কথা বলেন? কীভাবে আপনি বলেন, সরকার দুদক দিয়ে বিএনপি নেতাদের চরিত্র হনন করছে?’।

‘আসলে বিএনপি নামের দলটির চরিত্র তো বহু আগেই হারিয়ে ফেলেছে। বাংলাদেশের মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তকর তথ্য দিয়ে বিভ্রান্ত করার সুযোগ নেই।’

বুধবার বিকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক এক আলোচনায় বক্তব্য রাখছিলেন হানিফ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দুদকের এই তদন্তে তাদের (বিএনপির) মাথা খারাপ হয়ে গেছে। তারা বলছে সরকার দুদক দিয়ে বিএনপি নেতাদের চরিত্র হনন করছে।’

দুদকের এই অনুসন্ধান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। নাম আসা চার নেতা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরতে দুদককে দিয়ে হয়রানি করাচ্ছে সরকার। আর হানিফ বলেন, ‘এক সঙ্গে ১২৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে কোন ষড়যন্ত্রের কারণে, এটা খুঁজ নেওয়ার দায়িত্ব সরকারের আছে।’

‘দুদক তলব করেছে, বৈধভাবে টাকা খরচ করে থাকলে আপনাদের ভয় কিসের? দুদক তো নিরপেক্ষভাবে কাজ করছে তার প্রমাণ এই সরকারের এমপি মন্ত্রীদেরও তলব করছে তারা।’

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার বিষয়ে মওদুদের হুমকিরও জবাব দেন হানিফ। বলেন, ‘আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কোনো সুযোগ নেই। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি লড়াইয়ের মাধ্যমেই আপনাদের যেতে হবে।’

‘দুর্নীতিবাজ নেত্রীকে মুক্ত করার আন্দোলন বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না’ বলেও মওদুদকে সতর্ক করেন হানিফ।

জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সভাপতি সামসুল আরেফিনের সভাপতিত্বে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চরিত্র আছে নাকি যে হনন হবে: মওদুদকে হানিফ

আপডেট সময় ১০:২১:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির নেতাদের হনন করার মতো কোনো চরিত্র আছে কি না তা জানতে চেয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ।

১২৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের কথা বলে বিএনপি নেতাদের চরিত্র হননের চেষ্টা চলছে বলে মওদুদ আহমদ যে অভিযোগ করেছেন, তার জবাব এসেছে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কথা বলেন।

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, মোর্শেদ খান, আবদুল আউয়াল মিণ্টু, তার ছেলে তাবিথ আউয়াল এবং হাবিবুর নবী খান সোহেল গত এক মাসে ব্যাংক থেকে ১২৫ কোটি টাকা তুলেছেন বলে একটি অনলাইন গণমাধ্যমে খবর এসেছে।

২ এপ্রিল এই অভিযোগ খতিয়ে দেখতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আর আজ বুধবার এসব নেতাদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে সংস্থাটি।

দুদকের এই অনুসন্ধানের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এসব অভিযোগ বানোয়াট। আর এই অভিযোগ এসেছে, সেটা আদালতে টিকবে না। তাই অনুসন্ধানের আগে পত্রিকায় দিয়ে বিএনপি নেতাদের চরিত্র হনন করা হচ্ছে।

মওদুদের এই বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘যার চরিত্র বলে কিছুই নেই সেই মওদুদ সাহেব বলেছে এই কথা। কোন মুখে, লজ্জায় আপনি এই কথা বলেন? কীভাবে আপনি বলেন, সরকার দুদক দিয়ে বিএনপি নেতাদের চরিত্র হনন করছে?’।

‘আসলে বিএনপি নামের দলটির চরিত্র তো বহু আগেই হারিয়ে ফেলেছে। বাংলাদেশের মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তকর তথ্য দিয়ে বিভ্রান্ত করার সুযোগ নেই।’

বুধবার বিকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক এক আলোচনায় বক্তব্য রাখছিলেন হানিফ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দুদকের এই তদন্তে তাদের (বিএনপির) মাথা খারাপ হয়ে গেছে। তারা বলছে সরকার দুদক দিয়ে বিএনপি নেতাদের চরিত্র হনন করছে।’

দুদকের এই অনুসন্ধান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। নাম আসা চার নেতা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরতে দুদককে দিয়ে হয়রানি করাচ্ছে সরকার। আর হানিফ বলেন, ‘এক সঙ্গে ১২৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে কোন ষড়যন্ত্রের কারণে, এটা খুঁজ নেওয়ার দায়িত্ব সরকারের আছে।’

‘দুদক তলব করেছে, বৈধভাবে টাকা খরচ করে থাকলে আপনাদের ভয় কিসের? দুদক তো নিরপেক্ষভাবে কাজ করছে তার প্রমাণ এই সরকারের এমপি মন্ত্রীদেরও তলব করছে তারা।’

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার বিষয়ে মওদুদের হুমকিরও জবাব দেন হানিফ। বলেন, ‘আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কোনো সুযোগ নেই। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি লড়াইয়ের মাধ্যমেই আপনাদের যেতে হবে।’

‘দুর্নীতিবাজ নেত্রীকে মুক্ত করার আন্দোলন বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না’ বলেও মওদুদকে সতর্ক করেন হানিফ।

জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সভাপতি সামসুল আরেফিনের সভাপতিত্বে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।