অাকাশ জাতীয় ডেস্ক:
আটকের দুই মাসের বেশি সময় পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সন্ধ্যায় কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় দৈনিক আকাশকে একথা জানিয়েছেন। নিপুণ বলেন, ‘সাতটার দিকে তিনি মুক্তি পেয়েছেন। আমরা ঢাকার দিকে আসছি।’
গত ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগে রাজধানীর গুলশান থেকে আটক করা হয় গয়েশ্বর চন্দ্র রায়কে। পরে নাশকতার বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















