অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, আওয়ামী লীগই দেশে প্রথম গণতন্ত্রকে হত্যা করেছে। বাংলাদেশ লেবার পার্টি এ সমাবেশের আয়োজনে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে `নির্দলীয় সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি` শীর্ষক নাগরিক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ একমাত্র দল যারা দেশে প্রথম এক দলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। তা ছাড়া বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। এছাড়া বর্তমান সরকারের অধীনে দেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
তিনি আরো বলেন, শেখ মুজিবুরের আওয়ামী লীগ আর দেশে নেই। অনেক আগেয়েই আওয়ামী লীগ কানাগলিতে হারিয়ে গেছে। এ ছাড়া এই সরকারের আমলে সারা দেশে এখন ধর্ষণের মহাযজ্ঞ চলছে।
এ সময় নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 





















