অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।
২ এপ্রিল, সোমবার সকাল ১০টার দিকে মির্জা ফখরুলের অসুস্থতা অনুভব হলে তাৎক্ষণিক তার উত্তরার বাসা থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দিকে ফখরুল ইসলামেরে ব্যক্তিগত সহকারি দৈনিক আকাশকে বলেন, ‘স্যার অসুস্থতা বোধ করায় ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন চিকিৎসক ফাওয়াজ শুভর তত্তাবধানে রয়েছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হবে তিনি হাসপাতালে ভর্তি হবেন নাকি বাসায় যাবেন।’
ফখরুলের স্বজনরা জানান, সোমবার সকালে হঠাৎ বুকে ব্যাথার পাশাপাশি রক্তচাপ কমে গিয়েছিল বিএনপি মহাসচিবের। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ফাওয়াজ শুভর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিএনপি নেতার। দৈনিক আকাশকে এই চিকিৎসক বলেন, ‘বুকে ব্যাথা এবং প্রেসার কম নিয়ে বিএনপি মহাসচিব হাসপাতালে আসেন। এখন তার পরীক্ষা নিরীক্ষা চলছে। তিনি আশঙ্কামুক্ত। আশা করি দ্রুত তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।’
এ দিন বেলা ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলামের উপস্থিত থাকার কথা ছিল।
আকাশ নিউজ ডেস্ক 



















