অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের চাক্তাই এলাকায় ভয়াবহ আগুনে তিনটি চালের মিলসহ ১৬টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। প্রায় ছয় ঘণ্টা পর আজ রোববার সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
চাক্তাই খাতুনগঞ্জ ট্রেডের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে চাক্তাইয়ের চালপট্টি এলাকায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আজ সকাল ৯টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে তিনটি চালের মিল, নয়টি চালের দোকানসহ ১৬টি প্রতিষ্ঠান পুরোপুরি পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের অবহেলার কারণে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আগুন নেভাতে এত দীর্ঘ সময় লাগার কারণ জানতে চাইলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, চাক্তাই এলাকায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে। এ এলাকায় নিয়মিত অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























