অাকাশ জাতীয় ডেস্ক:
জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ হারে, তাহলে হারবে ছাত্রলীগের কিছু ছেলের কর্মকাণ্ডের জন্য’। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে সিএসই কার্নিভালের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের জেতার ভালো একটা চান্স আছে।’
কেন্দ্রীয় মিলনায়তনে কার্নিভালের সমাপনী অধিবেশনে অতিথিরা বক্তব্য দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা স্লোগান দিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন। এর প্রেক্ষিতে তিনি এ সব কথা বলেন। এ সময় মঞ্চে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















