অাকাশ বিনোদন ডেস্ক:
সিএআরএ জানিয়েছে, বর্ণ বৈষম্যের শিকার হয়েছে সানি নিওনের দত্তক নেওয়া মেয়ে নিশা কৌর। গায়ের রং কালো হওয়ার কারণেই বিভিন্ন সময় বিভিন্ন জনে তাকে দত্তক নিতে অস্বীকার করেছে। একবার কিংবা দু’বার নয়, কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে এগারো বার প্রত্যাখ্যাত হয়েছে সানি লিওনের মেয়ে নিশা কৌর।
যদিও সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েলের কাছে নিশার গায়ের রং কিংবা মেডিকেল টেস্ট কোনো কিছুই কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি।
সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স এজেন্সি জানায়, নিশা কৌরকে দত্তক নেওয়ার আগে সানি লিওন এবং তার পরিবার একবারের জন্যও ওর গায়ের রং নিয়ে ভাবেনি। এমনকি ওর জন্ম ইতিহাস নিয়েও কোনো রকম ভাবনা সানি লিওনের মনে আসেনি। এসব প্রতিবন্ধকতাকে থোড়াই কেয়ার করে আনন্দের সঙ্গেই ওকে দত্তক নিয়েছেন সানি।
আকাশ নিউজ ডেস্ক 
























