ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্মিথের পরিবর্তে রাজস্থানের অধিনায়ক রাহানে

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বল বিকৃতির মারাত্মক অপরাধের পর তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে আইসিসি।এই ঘটনা সামনে আসার পরই ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনায় বসে আইপিএলের দল রাজস্থান রয়ালস। তারপর থেকেই এরকম গুঞ্জন ছিল, রাজস্থান রয়ালসের অধিনায়কের পদও হয়ত এবার খোয়াতে চলেছেন স্টিভ স্মিথ। আর সেই জল্পনাই সত্যি হল। দলটির নতুন অধিনায়ক নির্বাচিত করা হলো অজিঙ্ক রাহানেকে।

রাজস্থান রয়ালসের যৌথ কর্ণধার মনোজ বাদালে বলেছেন, ‘রাজস্থান রয়ালস ক্রিকেটের মান ও মূল্য ধরে রাখার জন্য যা দরকার সব করবে। আমরা স্টিভের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের সঙ্গে একমত। ওঁর উত্তরসূরী হিসেবে আমরা অজিঙ্ক রাহানেকে পেয়েছি। এই অবস্থায় ক্রিকেট ফ্যানরা যেন পুরো বিষয়টির ওপর ব্যালান্সড নজর রাখেন। দক্ষিণ আফ্রিকায় যা হয়েছে তা নিঃসন্দেহে খারাপ। স্টিভের জন্যেও কঠিন সময় যাচ্ছে, কিন্তু দেখুন ও খেলার জন্য কতটা যত্নবান।’

এদিকে এরপরেই আবার টুইট করেছেন মোহাম্মদ কাইফ, স্টিভ স্মিথের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে আকর্ষক বলেছেন তিনি। জানিয়েছেন এরপর যদি ডেভিড ওয়ার্নারাও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ান তাহলে কে অধিনায়ক হন সেটার দিকে নজর থাকবে তাঁর। তিনি বলছেন, সেক্ষেত্রে এই প্রথমবার আইপিএলে আটটি দলেরই ভারতীয় অধিনায়ক হওয়ার সম্ভবনা থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্মিথের পরিবর্তে রাজস্থানের অধিনায়ক রাহানে

আপডেট সময় ০৮:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বল বিকৃতির মারাত্মক অপরাধের পর তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে আইসিসি।এই ঘটনা সামনে আসার পরই ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনায় বসে আইপিএলের দল রাজস্থান রয়ালস। তারপর থেকেই এরকম গুঞ্জন ছিল, রাজস্থান রয়ালসের অধিনায়কের পদও হয়ত এবার খোয়াতে চলেছেন স্টিভ স্মিথ। আর সেই জল্পনাই সত্যি হল। দলটির নতুন অধিনায়ক নির্বাচিত করা হলো অজিঙ্ক রাহানেকে।

রাজস্থান রয়ালসের যৌথ কর্ণধার মনোজ বাদালে বলেছেন, ‘রাজস্থান রয়ালস ক্রিকেটের মান ও মূল্য ধরে রাখার জন্য যা দরকার সব করবে। আমরা স্টিভের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের সঙ্গে একমত। ওঁর উত্তরসূরী হিসেবে আমরা অজিঙ্ক রাহানেকে পেয়েছি। এই অবস্থায় ক্রিকেট ফ্যানরা যেন পুরো বিষয়টির ওপর ব্যালান্সড নজর রাখেন। দক্ষিণ আফ্রিকায় যা হয়েছে তা নিঃসন্দেহে খারাপ। স্টিভের জন্যেও কঠিন সময় যাচ্ছে, কিন্তু দেখুন ও খেলার জন্য কতটা যত্নবান।’

এদিকে এরপরেই আবার টুইট করেছেন মোহাম্মদ কাইফ, স্টিভ স্মিথের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে আকর্ষক বলেছেন তিনি। জানিয়েছেন এরপর যদি ডেভিড ওয়ার্নারাও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ান তাহলে কে অধিনায়ক হন সেটার দিকে নজর থাকবে তাঁর। তিনি বলছেন, সেক্ষেত্রে এই প্রথমবার আইপিএলে আটটি দলেরই ভারতীয় অধিনায়ক হওয়ার সম্ভবনা থাকবে।