আকাশ বিনোদন ডেস্ক:
ছোটবেলা থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডের আকাশে নতুন এক তারকা। বহুবার মিডিয়ায় চোখ জুড়ানো ছবি প্রকাশ পেয়ে যায়। দেখলে নয়ন ফেরানো যায় না। লাল টসটসে ঠোঁট, মায়াভরা মুখ আর এলোমেলো চুল। মায়ায় আচ্ছন্ন, আদর ঘেরা মুখখানি।
বলিউডের অনেক কলাকুশলী-তারকাদের চাইতেও বেশি জনপ্রিয় সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির ছেলে তৈমুর আলী খানের কথা। জন্মের পর থেকেই তাকে নিয়ে প্রচুর খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে।
জানা গেছে তৈমুরকে সাধারণ সব শিশুর মতোই বড় করতে চান। যেভাবে বড় হয়েছেন সাইফ ও কারিনার অন্য দুই সন্তান সারা ও ইব্রাহিম।
বলিউডের বহুল আলোচিত তারকা দম্পতি সাইফ ও কারিনা। তাদের প্রেমের শুরু ২০০৭ সালে। পাঁচ বছর মন দেয়া-নেয়ার পর ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন পতৌদির নবাব সাইফ আলী খান এবং ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান।
আকাশ নিউজ ডেস্ক 

























