ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নির্বাচনী প্রতিশ্রুতির অধিকাংশ পূরণ হয়েছে: তারানা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোটের আগে বর্তমান সরকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশিরভাগই পূরণ করেছে বলে দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

ডিজিটাল বাংলাদেশ এ সরকারেরই অবদান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ২০২১ এবং ২০৪১ এর যে মিশন রয়েছে, সে মিশনের প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো আমরা পেরিয়ে আসছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারানা হালিম।

উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা জরুরি বলেও মনে করেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, ‘সরকারের ধারাবাহিকতার কারণেই এটা সম্ভব হয়েছে। আগামীতে সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

‘সরকারি কর্মযজ্ঞের অংশীদার জনগণ’- এই বার্তা পৌঁছে দিতে আজ ৬৪ জেলা এবং চারটি উপজেলাকেও সংবাদ সম্মেলন করা হয়েছে।

তারানা হালিম বলেন, উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাও দরকার। এজন্য সকল দলের সহযোগিতাও প্রয়োজন।

‘শুধু সরকারের সদিচ্ছা দিয়ে হবে না, বিরোধী দলেরও সহযোগিতাও প্রয়োজন। বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন। তারা কোনো অরাজকতা সমর্থন করে না।’

‘বিগত সময়ে হরতালের দিনেও মানুষ বের হয়েছে। এটা কিন্তু একটা প্রতীকী প্রতিবাদ। এতে করে জনগণ বুঝিয়েছে, তারা হরতাল চায় না।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি মোকাবেলা করাই এখন প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে আগে চ্যাম্পিয়ন হয়েছে। সেটা থেকে আমরা বের হয়ে এসেছি।’

‘দুর্নীতির ক্ষেত্রে যদি জিরো টলারেন্স দেখিয়ে একেবারে দূর করতে পারি তাহলে এ উন্নয়ন আরও দ্রুত গতিতে এগুবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতির অধিকাংশ পূরণ হয়েছে: তারানা

আপডেট সময় ০৮:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোটের আগে বর্তমান সরকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশিরভাগই পূরণ করেছে বলে দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

ডিজিটাল বাংলাদেশ এ সরকারেরই অবদান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ২০২১ এবং ২০৪১ এর যে মিশন রয়েছে, সে মিশনের প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো আমরা পেরিয়ে আসছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারানা হালিম।

উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা জরুরি বলেও মনে করেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, ‘সরকারের ধারাবাহিকতার কারণেই এটা সম্ভব হয়েছে। আগামীতে সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

‘সরকারি কর্মযজ্ঞের অংশীদার জনগণ’- এই বার্তা পৌঁছে দিতে আজ ৬৪ জেলা এবং চারটি উপজেলাকেও সংবাদ সম্মেলন করা হয়েছে।

তারানা হালিম বলেন, উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাও দরকার। এজন্য সকল দলের সহযোগিতাও প্রয়োজন।

‘শুধু সরকারের সদিচ্ছা দিয়ে হবে না, বিরোধী দলেরও সহযোগিতাও প্রয়োজন। বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন। তারা কোনো অরাজকতা সমর্থন করে না।’

‘বিগত সময়ে হরতালের দিনেও মানুষ বের হয়েছে। এটা কিন্তু একটা প্রতীকী প্রতিবাদ। এতে করে জনগণ বুঝিয়েছে, তারা হরতাল চায় না।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি মোকাবেলা করাই এখন প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে আগে চ্যাম্পিয়ন হয়েছে। সেটা থেকে আমরা বের হয়ে এসেছি।’

‘দুর্নীতির ক্ষেত্রে যদি জিরো টলারেন্স দেখিয়ে একেবারে দূর করতে পারি তাহলে এ উন্নয়ন আরও দ্রুত গতিতে এগুবে।’