ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাকান আব্বাসি পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শহিদ খাকান আব্বাসি।মঙ্গলবার পাকিস্তানের জাতীয় পরিষদে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন তিনি। দেশটির সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করায় তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত হলেন আব্বাসি। তবে তিনি ৪৫ দিনের জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকবেন। তার স্থলাভিষিক্ত হবেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। প্রাক্তন তেল ও খনিজসম্পদ মন্ত্রী আব্বাসিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয় নওয়াজ শরিফের মুসলিম লীগ। মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটি শেষে দেখা যায়, ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিক কার্যক্রম শুরু করলে মুসলিম লীগ-এন-এর সংসদ সদস্যরা নওয়াজ শরিফের নামে প্রশংসামূলক স্লোগান দেন। এরপর ভোটাভুটি শুরু হয়। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট পানামা পেপার্স-সংক্রান্ত দুর্নীতি মামলায় অসততার দায়ে দোষী সাব্যস্ত করে প্রধানমন্ত্রীর পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন। এর পরই তিনি পদত্যাগ করেন। তবে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নতুন প্রধানমন্ত্রী পদে খাকান আব্বাসিকে মনোনয়ন দেয় মুসলিম লীগ-এন। দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী পদে নির্বাচনে মুসলিম লীগ-এন-এর আরো তিন প্রার্থী ছিলেন। সৈয়দ নাভিদ কামার ৪৭ ভোট, শেখ রশিদ ৩৩ ভোট ও সাহিবজাদা তারিকুল্লাহ পেয়েছেন ৪ ভোট। তবে প্রতিদ্বন্দ্বিতার খাতিরেই দলের সিদ্ধান্তে তারা প্রার্থী হয়েছেন, প্রধানমন্ত্রী হতে নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

খাকান আব্বাসি পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত

আপডেট সময় ০১:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শহিদ খাকান আব্বাসি।মঙ্গলবার পাকিস্তানের জাতীয় পরিষদে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন তিনি। দেশটির সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করায় তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত হলেন আব্বাসি। তবে তিনি ৪৫ দিনের জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকবেন। তার স্থলাভিষিক্ত হবেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। প্রাক্তন তেল ও খনিজসম্পদ মন্ত্রী আব্বাসিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয় নওয়াজ শরিফের মুসলিম লীগ। মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটি শেষে দেখা যায়, ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিক কার্যক্রম শুরু করলে মুসলিম লীগ-এন-এর সংসদ সদস্যরা নওয়াজ শরিফের নামে প্রশংসামূলক স্লোগান দেন। এরপর ভোটাভুটি শুরু হয়। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট পানামা পেপার্স-সংক্রান্ত দুর্নীতি মামলায় অসততার দায়ে দোষী সাব্যস্ত করে প্রধানমন্ত্রীর পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন। এর পরই তিনি পদত্যাগ করেন। তবে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নতুন প্রধানমন্ত্রী পদে খাকান আব্বাসিকে মনোনয়ন দেয় মুসলিম লীগ-এন। দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী পদে নির্বাচনে মুসলিম লীগ-এন-এর আরো তিন প্রার্থী ছিলেন। সৈয়দ নাভিদ কামার ৪৭ ভোট, শেখ রশিদ ৩৩ ভোট ও সাহিবজাদা তারিকুল্লাহ পেয়েছেন ৪ ভোট। তবে প্রতিদ্বন্দ্বিতার খাতিরেই দলের সিদ্ধান্তে তারা প্রার্থী হয়েছেন, প্রধানমন্ত্রী হতে নয়।