ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করছেন ট্রাম্পের আরও এক উপদেষ্টা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের পদত্যাগের তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। এবার পদত্যাগ করতে যাচ্ছেন ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন। এর ফলে ট্রাম্প প্রাশাসনের আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিদায় হলো। এদিকে গ্যারি কনের পদত্যাগ করার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।

জানা যাচ্ছে, সম্প্রতি ইউরোপ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের নতুন করারোপের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে পদত্যাগের কথা জানান গ্যারি কন। এসময় দেশের জন্য কাজ করাকে সম্মানজনক বলে উল্লেখ করেন গোল্ডম্যান সাকস ব্যাংকের সাবেক এই গর্ভণর।

বিবৃতিতে পদত্যাগের নির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও এরই মধ্যে পদত্যাগের জন্য কনকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। এবং শিগগিরই নতুন উপদেষ্টা নিয়োগ দেয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

গত বছর ট্রাম্পের কর সংস্কার নীতিতে উল্লেখযোগ্য ভূমিকা ছিলো কনের। হোয়াইট হাউজের রিপাবলিকান কর্মীদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র ডেমোক্র্যাট।

জানা গেছে, ট্রাম্প ও কনের মধ্যে সম্পর্ক ভালো ছিলো না। গত বছর ভার্জিনিয়ায় ডানপন্থিদের একটি সমাবেশকে ঘিরে ট্রাম্পের প্রতি ক্ষোভ ও নিন্দা জানানোর পর থেকেই খারাপ হতে থাকে দুইজনের সম্পর্ক।

কনের পদত্যাগের সিদ্ধান্তের পর এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, হোয়াইট হাউজে কোন বিশৃঙ্খলা নেই। এখনও কিছু লোক রয়েছেন যাদের তিনি পরিবর্তন করতে চান।

উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কমিউনিকেশন্স বিভাগের প্রধান হোপ হিকস পদত্যাগ করেন। এছাড়া ক্ষমতায় আসার পর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করছেন ট্রাম্পের আরও এক উপদেষ্টা

আপডেট সময় ০২:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের পদত্যাগের তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। এবার পদত্যাগ করতে যাচ্ছেন ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন। এর ফলে ট্রাম্প প্রাশাসনের আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিদায় হলো। এদিকে গ্যারি কনের পদত্যাগ করার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।

জানা যাচ্ছে, সম্প্রতি ইউরোপ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের নতুন করারোপের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে পদত্যাগের কথা জানান গ্যারি কন। এসময় দেশের জন্য কাজ করাকে সম্মানজনক বলে উল্লেখ করেন গোল্ডম্যান সাকস ব্যাংকের সাবেক এই গর্ভণর।

বিবৃতিতে পদত্যাগের নির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও এরই মধ্যে পদত্যাগের জন্য কনকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। এবং শিগগিরই নতুন উপদেষ্টা নিয়োগ দেয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

গত বছর ট্রাম্পের কর সংস্কার নীতিতে উল্লেখযোগ্য ভূমিকা ছিলো কনের। হোয়াইট হাউজের রিপাবলিকান কর্মীদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র ডেমোক্র্যাট।

জানা গেছে, ট্রাম্প ও কনের মধ্যে সম্পর্ক ভালো ছিলো না। গত বছর ভার্জিনিয়ায় ডানপন্থিদের একটি সমাবেশকে ঘিরে ট্রাম্পের প্রতি ক্ষোভ ও নিন্দা জানানোর পর থেকেই খারাপ হতে থাকে দুইজনের সম্পর্ক।

কনের পদত্যাগের সিদ্ধান্তের পর এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, হোয়াইট হাউজে কোন বিশৃঙ্খলা নেই। এখনও কিছু লোক রয়েছেন যাদের তিনি পরিবর্তন করতে চান।

উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কমিউনিকেশন্স বিভাগের প্রধান হোপ হিকস পদত্যাগ করেন। এছাড়া ক্ষমতায় আসার পর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন।