অাকাশ ইতিহাস ডেস্ক:
আজ সোমবার ৫ মার্চ ২০১৮ সাল
ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
৫ মার্চ, ২০১৮, সোমবার। ২১শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
১৮২৭ সালের এই দিনে ইতালীর বিখ্যাত পদার্থ বিজ্ঞানী আলেসাঁন্দ্রো ভোল্টার ৮২ বছর বয়সে মারা যান। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তিনি গবেষণা ও পরীক্ষা নীরিক্ষা চালিয়ে যেতেন। বিদ্যুৎ পরিমাপক যন্ত্র ইলেক্ট্রোমিটার ভোল্টারই আবিষ্কার। তিনি ইলেকট্রিক পাইল বা বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র আবিষ্কার করেছেন। এ যন্ত্রকে পাইল ভোল্টা বলা হয়। বর্তমানে বিদ্যুৎ পরিমাপের একক বা ইউনিটকেও ভোল্টা বলা হয়ে থাকে।
১৮২৭ সালের এই দিনে বিখ্যাত ফরাসী গণিতবিদ পিয়েরে লাপ্লাস মারা যান। তার জন্ম হয়েছিল ১৭৪৯ সালে এবং পড়াশোনা শেষ করার পর গণিতের অধ্যাপনায় নিয়োজিত হন। লাপ্লাস জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন গণিত ও জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গবেষণায়। পৃথিবী কয়েক মিলিয়ন বছর আগে সূর্য থেকে পৃথক হয়েছে এবং প্রথম দিকে তা উত্তপ্ত থাকার পর ধীরে ধীরে ঠান্ডা ও শক্ত হয়ে এসেছে বলে তিনি মনে করতেন। বিশ্বের তারকারাজির গঠন বা প্রদর্শন এবং সম্ভাব্যতা যাচাইয়ে অনুমান শীর্ষক দুটি বই লাপ্লাসের উল্লেখযোগ্য অবদান।
১৯৫৩ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা ও স্বৈরশাসক জোসেফ স্ট্যালিন ৭৪ বছর বয়সে মারা যান। তিনি ১৮৭৯ সালে জর্জিয়ায় জন্ম গ্রহণ করেন এবং কমিউনিজম সম্পর্কে জানার পর বলশেভিকদের সাথে যুক্ত হন। রাশিয়ার জার শাসকদের বির”দ্ধে রাজনৈতিক তৎপরতার কারণে ১৯১৩ সালে স্ট্যালিনকে সাইবেরিয়ায় নির্বাসন দেয়া হয় এবং ১৯১৭ সালের সমাজতান্ত্রিক বিপ্লব বিজয়ী হবার আগ পর্যন্ত তাকে সাইবেরিয়ায় নির্বাসিত অবস্থায় থাকতে হয়েছে। লেনিনের শাসনামলে স্ট্যালিন পদস্থ কর্মকর্তা হন এবং লেনিনের মৃত্যুর পর কামানভ ও জিনুভিয়েভের সাথে সোভিয়েত ইউনিয়ন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯২৭ সালে কমিউনিষ্ট পার্টির অবিসম্বাদিত নেতা ট্রটস্কিসহ তার অন্যান্য প্রতিদ্বন্দ্বিদের নৃশংসভাবে নির্মূল করেন। দলের বাইরে থাকা প্রতিদ্বন্দ্বীরাও এই শুদ্ধি অভিযান থেকে রেহাই পায় নি। স্ট্যালিন দ্বিতীয় মহাযুদ্ধের সময় রাশিয়ার প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের দায়িত্বও নিজ হাতে তুলে নেন। স্ট্যালিনের মৃত্যুর আগ পর্যন্ত রাশিয়া তার শ্বাসরূদ্ধকর একনায়কতন্ত্রে এবং সহিংসতায় অতিষ্ঠ হয়েছিল। স্ট্যালিন মস্তিস্কের জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান।
৩৪২ হিজরীর সাতই রবিউল আউয়াল তারিখে ৬৪ বছর বয়সে দক্ষিণ ইরাকের বসরায় ইন্তেকাল করেন বিখ্যাত আলেম আলী বিন মুহাম্মাদ তানুখি। পূর্ব তুরস্কের এন্তাকিয়া শহরে তার জন্ম হয়েছিল। তিনি যৌবনে বাগদাদে যান এবং বিখ্যাত পন্ডিতদের কাছে আরবী ব্যকরণসহ জ্যামিতি, সাহিত্য প্রভৃতি অধ্যয়ন করেন। বাগদাদের পর তিনি বসরায় গিয়ে বিচারক হন। মুহাম্মাদ তানুখি বাগ্মী হিসেবেও খ্যাত ছিলেন। তিনি কাব্য গ্রন্থ ছাড়াও আল উর”দ শীর্ষক বইয়ের মত বিখ্যাত বই লিখে গেছেন।
- ১৯১৮ সালের এ দিনে মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়।
- ১৯৮৪ সালের এ দিনে ভূটানের সাথে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
- বোস্টনে ব্রিটিশ সৈন্যদের গণহত্যা শুর” (১৭৭০)
- অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা স্নাতক কাদম্বিনী ও চন্দ্রমুখীর স্নাতক ডিগ্রি লাভ (১৮৩৩)
- জার্মানিতে নির্বাচনে এডলফ হিটলার ও তার নাৎসী পার্টির বহু আসনে জয়লাভ। তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর কিছুদিন পরই এক নায়কতন্ত্র ঘোষণা (১৯৩৩)
- সোভিয়েত নেতা স্ট্যালিনের পরলোকগমন । তার অন্ত্যেষ্টিক্রিয়ায় জনতার ভীড়ে পদদলিত হয়ে দু’হাজার লোকের মৃত্যু (১৯৫৩)
- জাপানের ফুজি পর্বতে বৃটিশ এয়ার লাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ১২৪ যাত্রী নিহত (১৯৬৬)
- মার্টিন লুথার কিং নিহত (১৯৬৮)
- হজের সময় মিনায় পদদলিত হয়ে ৩৫ হাজীর মৃত্যু (২০০১)
আকাশ নিউজ ডেস্ক 





















