ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আমরাই সরকার গঠন করবো: খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

জোট নেতাদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের সঙ্গে কোনো আপস নয়, আমরাই সরকার গঠন করব। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপস যদি করতাম মঈন-ফখরুদ্দীনের সঙ্গেই তো করতে পারতাম। দেশ ও দেশের জনগণের স্বার্থে, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

রোববার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০-দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি রায়কে সামনে রেখে ২০-দলীয় জোট নেতাদের সঙ্গে এই বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ‘আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আমরাই সরকার গঠন করবো’

জানা গেছে, খালেদা জিয়ার এ বক্তব্যের জবাবে জোট নেতারা তাকে আশ্বাস দিয়ে বলেছেন, ম্যাডাম আপনার সঙ্গে আমরা আছি। আপনাকে ছেড়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব না। নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই আমরা আপনার নেতৃত্বে নির্বাচনে অংশ নেব।

বৈঠক সূত্রে জানা গেছে, রায় খালেদা জিয়ার বিরুদ্ধে গেলে আইনি ও রাজপথে মোকাবিলা করার সিদ্ধান্ত হয়। আন্দোলন কর্মসূচির বিষয়ে বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তী সময়ে প্রতিটি দলের সঙ্গে পৃথকভাবে বসে পরামর্শ করে জানিয়ে দেওয়া হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রেদোয়ান আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অধ্যাপিকা রেহানা প্রধান, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাইফুদ্দিন মনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পাটির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানী আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির উভয় অংশের মোস্তাফিজুর রহমান, হামদুল্লাহ আল মেহেদি, জমিয়তে উলামা ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আমরাই সরকার গঠন করবো: খালেদা জিয়া

আপডেট সময় ০২:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

জোট নেতাদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের সঙ্গে কোনো আপস নয়, আমরাই সরকার গঠন করব। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপস যদি করতাম মঈন-ফখরুদ্দীনের সঙ্গেই তো করতে পারতাম। দেশ ও দেশের জনগণের স্বার্থে, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

রোববার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০-দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি রায়কে সামনে রেখে ২০-দলীয় জোট নেতাদের সঙ্গে এই বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ‘আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আমরাই সরকার গঠন করবো’

জানা গেছে, খালেদা জিয়ার এ বক্তব্যের জবাবে জোট নেতারা তাকে আশ্বাস দিয়ে বলেছেন, ম্যাডাম আপনার সঙ্গে আমরা আছি। আপনাকে ছেড়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব না। নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই আমরা আপনার নেতৃত্বে নির্বাচনে অংশ নেব।

বৈঠক সূত্রে জানা গেছে, রায় খালেদা জিয়ার বিরুদ্ধে গেলে আইনি ও রাজপথে মোকাবিলা করার সিদ্ধান্ত হয়। আন্দোলন কর্মসূচির বিষয়ে বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তী সময়ে প্রতিটি দলের সঙ্গে পৃথকভাবে বসে পরামর্শ করে জানিয়ে দেওয়া হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রেদোয়ান আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অধ্যাপিকা রেহানা প্রধান, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাইফুদ্দিন মনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পাটির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানী আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির উভয় অংশের মোস্তাফিজুর রহমান, হামদুল্লাহ আল মেহেদি, জমিয়তে উলামা ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।