ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির এবারের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে: প্রধান উপদেষ্টা এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না বলে জামায়াত প্রার্থী হুঙ্কার দিয়েছেন খালিদুজ্জামান ‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’: ইমানুয়েল মাক্রোঁ রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না: উপদেষ্টা সাখাওয়াত

রায় নিয়ে অরাজকতা সৃষ্টি করলে সহ্য করা হবে না: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করা হলে সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার দুপুরে সিরাজগঞ্জে জেলা আইনশৃংখলা কমিটির বিশেষ সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, স্বাধীন বিচারালয়ে দুর্নীতির মামলায় কারও সাজা হলে তা নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা উচ্চ আদালতে যেতে পারেন। কিন্তু তা নিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করা হলে সহ্য করা হবে না। এ নিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশে বিচার বিভাগ স্বাধীন। দীর্ঘ ২০ বছর পর বঙ্গবন্ধু হত্যা মামলা, জাতীয় চার নেতা হত্যা মামলার গণতান্ত্রিক উপায়ে বিচার হয়েছে। অনেকের সাজা হয়েছে। অনেকে খালাস পেয়েছেন। এ নিয়ে আওয়ামী লীগ কোনো আন্দোলন তো নয়ই, আন্দোলনের নামে রাস্তায় জ্বালাও-পোড়াও করে জনগণের জানমালের ক্ষতি করেনি।

নতুন বছরে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করা সরকারের বড় চ্যালেঞ্জ মন্তব্য করে নাসিম বলেন, সব গণতান্ত্রিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে সরকার বিশ্বাস করে। সংসদীয় গণতন্ত্রের সব দেশে সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও তাই হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো দ্বিধা-দ্ব›দ্ব বা সংশয় নেই। সরকারের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আওয়ামী লীগসহ ১৪ দল চায় দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ নির্বাচনে জনগণের রায় আওয়ামী লীগসহ ১৪ দল মেনে নেবে।

নতুন বছরের প্রথম এই সভায় উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী কোনো প্রশ্ন না রেখে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে সভায় জেলার আইনশৃংখলার সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

পরে মন্ত্রী সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং কিছু সময় ফুটবল খেলা উপভোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির

রায় নিয়ে অরাজকতা সৃষ্টি করলে সহ্য করা হবে না: নাসিম

আপডেট সময় ০১:২৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করা হলে সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার দুপুরে সিরাজগঞ্জে জেলা আইনশৃংখলা কমিটির বিশেষ সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, স্বাধীন বিচারালয়ে দুর্নীতির মামলায় কারও সাজা হলে তা নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা উচ্চ আদালতে যেতে পারেন। কিন্তু তা নিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করা হলে সহ্য করা হবে না। এ নিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশে বিচার বিভাগ স্বাধীন। দীর্ঘ ২০ বছর পর বঙ্গবন্ধু হত্যা মামলা, জাতীয় চার নেতা হত্যা মামলার গণতান্ত্রিক উপায়ে বিচার হয়েছে। অনেকের সাজা হয়েছে। অনেকে খালাস পেয়েছেন। এ নিয়ে আওয়ামী লীগ কোনো আন্দোলন তো নয়ই, আন্দোলনের নামে রাস্তায় জ্বালাও-পোড়াও করে জনগণের জানমালের ক্ষতি করেনি।

নতুন বছরে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করা সরকারের বড় চ্যালেঞ্জ মন্তব্য করে নাসিম বলেন, সব গণতান্ত্রিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে সরকার বিশ্বাস করে। সংসদীয় গণতন্ত্রের সব দেশে সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও তাই হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো দ্বিধা-দ্ব›দ্ব বা সংশয় নেই। সরকারের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আওয়ামী লীগসহ ১৪ দল চায় দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ নির্বাচনে জনগণের রায় আওয়ামী লীগসহ ১৪ দল মেনে নেবে।

নতুন বছরের প্রথম এই সভায় উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী কোনো প্রশ্ন না রেখে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে সভায় জেলার আইনশৃংখলার সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

পরে মন্ত্রী সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং কিছু সময় ফুটবল খেলা উপভোগ করেন।