অাকাশ জাতীয় ডেস্ক:
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পাঁয়তারা করতে ছাত্রদল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাদের মধ্যে গোপন বৈঠক হয়েছিল। এমনটাই দাবি করছেন অনেকে।
রোববার সকালে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ক্যাম্পাসের আন্দোলনটি সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্দোলন ছিলো না বলে দাবি করছেন তারা। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেপথ্যে ছিল ছাত্রদল-শিবির।
কিভাবে ষড়যন্ত্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করা যায় তা নিয়ে কয়েক মাস আগে একটি চাইনিজ রেস্তোরায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানের সাথে বৈঠক করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তুহিন কান্তি। এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের বহিস্কৃত কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আমিরুল ইসলাম।
উল্লেখ্য, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বর্তমানে জেলে রয়েছেন। তার রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো তিনি জেল খাটছেন। জেলে যাওয়ার আগেই ছাত্রদলের এ শীর্ষ নেতা ছাত্র ইউনিয়নের দুই শীর্ষ নেতার সঙ্গে গোপনে এ বৈঠক করেছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















