অাকাশ জাতীয় ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে বিএনপি নেতাদের নানা বক্তব্যকে আদালতের জন্য হুমকি হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এই হুমকি আদালত অবমাননা।
শনিবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শিল্পী হাশেম খানের শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে রায়। এই মামলায় সাজা হতে পারে বলে আদালতেই শঙ্কার কথা বলেছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকালে রায়ের তারিখ ঘোষণার পর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার সাজা হলে দেশে আগুন জ্বলবে।
শুক্রবার এবং শনিবার দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি নেতারা নানা আয়োজনে এই মামলা নিয়ে কথার লড়াই চালিয়ে যাচ্ছেন।
আজও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি বলেছেন, ‘যেনতেন রায় দিলে জনগণ তা মেনে নেবে না। ন্যায়বিচার হতে হবে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মামলার রায়ে কোন গায়েবি নির্দেশ আসলে বিএনপি তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।’
কাদের বলেন, ‘আদালতের রায় তাদের পক্ষে না গেলেই তারা আদালতের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে। তারা আদালত অবমাননা করছে। এটা বিএনপির পক্ষেই শোভা পায়।’
রায় নিয়ে বিএনপির আগাম অভিযোগের বিষয়ে কাদের বলেন, ‘তারা কয়েক দিন ধরে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় তারা ক্ষমতায় গেলে আদালত, আইনের শাসন কোনোকিছুই নিরাপদ থাকবে না। রায়ের আগেই তারা হুমকি ধামকি দিচ্ছে।’
‘কী করে জানেন তিনি ( মির্জা ফখরুর) রায় কী হবে? তাদের পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে তারা কীভাবে জানেন? যেন তেন রায় এটা কি? আদালতকে তারা আন্ড্রাররেটেড করছে? এটা আদালত অবমাননার শামিল। আদালত কি তাদের রায় সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছে? রায় তাদের বিরুদ্ধে যাবে তারা কীভাবে জানেন?’
৫ জানুয়ারি মতো ৮ ফেব্রুয়ারিও বিএনপি দেশে বিশৃঙ্খলার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন কাদের।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জন চৌধুরী, লেখক শাহরিয়ার কবির, স্থপতি রবিউল হুসাইন, শিল্পী রোকেয়া সুলতানা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, তপন মাহমুদ, পিযুষ বড়ুয়া, কনক খান।
আকাশ নিউজ ডেস্ক 



















