অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচনে বিশ্বাস করেন, তিনি তার স্বামী জিয়াউর রহমানের মতো অবৈধ উপায়ে ক্ষমতায় আসতে চান বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে ‘জঙ্গি’ ও ‘আগুন নেত্রী’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ‘তিনি ২০১৪ সালে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। আন্দোলনের নামে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছেন।’
শাহজাহান কামাল বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘কোনো ধরনের ষড়যন্ত্রে এখন আর কাজ হবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন রিয়াজ, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, বাবু বিজন বিহারী, আব্দুল হালিম মাস্টার ফজলুর রহমান ডালি প্রমুখ।
এর আগে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের আইসিটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট এ ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করছে বলে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















