ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

মামার বাড়ির আবদার নিয়ে ব্যস্ত বিএনপি: ফারুক খান

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন অভিযোগে কারাবন্দী বিএনপি নেতাদের মুক্তির দাবিতে ‘মামার বাড়ির আবদার’ উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতা ফারুক খান।

শনিবার দুপুরে শহরের কানাইখালী মাঠে নাটোর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় ফারুক খান এসব কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু হয়েছে। এর অংশ হিসেবেই নাটোরের এই কর্মিসভা হয়।

ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আমি তো বুঝি না পৃথিবীর ইতিহাসে এমন কোন আইন আছে কিনা যে নির্বাচনের আগে যদি কেউ সন্ত্রাস করে; জঙ্গিবাদী কার্যক্রম করে, দুর্নীতির কারণে জেলে থাকে তাকে ছেড়ে দিতে হবে। এমন কোনো মামার বাড়ির আবদার পৃথিবীর কোন দেশে আমরা শুনিনি। আজকে বিএনপির এই ধরনের কথা বলতে শুরু করেছে।’

সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি কখনও বলে তত্ত্বাবধায়ক সরকার, কখনও বলে নিরপেক্ষ সরকার, কখনও বলে সহায়ক সরকার। আসলে বিএনপি নিজেই জানে না আগামী নির্বাচন কোন ফর্মুলায় বিজয়ী হতে পারে।’

নাটোর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমতাজ উদ্দীন, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

কর্মিসভায় নিজেদের মধ্যে কোন্দল দূর করে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়ার তাগিদ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বলেন, নিজ দলের একজনের ক্ষতি করতে গিয়ে বিরোধী পক্ষকে সুযোগ করে দিলে চলবে না। কোনো ভাবে বিএনপি-জামায়াত জোট আবার ক্ষমতায় ফিরতে পারলে দেশে আবার দুঃসহ পরিস্থিতি ফিরে আসবে বলেও হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

মামার বাড়ির আবদার নিয়ে ব্যস্ত বিএনপি: ফারুক খান

আপডেট সময় ০৮:৫০:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন অভিযোগে কারাবন্দী বিএনপি নেতাদের মুক্তির দাবিতে ‘মামার বাড়ির আবদার’ উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতা ফারুক খান।

শনিবার দুপুরে শহরের কানাইখালী মাঠে নাটোর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় ফারুক খান এসব কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু হয়েছে। এর অংশ হিসেবেই নাটোরের এই কর্মিসভা হয়।

ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আমি তো বুঝি না পৃথিবীর ইতিহাসে এমন কোন আইন আছে কিনা যে নির্বাচনের আগে যদি কেউ সন্ত্রাস করে; জঙ্গিবাদী কার্যক্রম করে, দুর্নীতির কারণে জেলে থাকে তাকে ছেড়ে দিতে হবে। এমন কোনো মামার বাড়ির আবদার পৃথিবীর কোন দেশে আমরা শুনিনি। আজকে বিএনপির এই ধরনের কথা বলতে শুরু করেছে।’

সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি কখনও বলে তত্ত্বাবধায়ক সরকার, কখনও বলে নিরপেক্ষ সরকার, কখনও বলে সহায়ক সরকার। আসলে বিএনপি নিজেই জানে না আগামী নির্বাচন কোন ফর্মুলায় বিজয়ী হতে পারে।’

নাটোর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমতাজ উদ্দীন, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

কর্মিসভায় নিজেদের মধ্যে কোন্দল দূর করে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়ার তাগিদ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বলেন, নিজ দলের একজনের ক্ষতি করতে গিয়ে বিরোধী পক্ষকে সুযোগ করে দিলে চলবে না। কোনো ভাবে বিএনপি-জামায়াত জোট আবার ক্ষমতায় ফিরতে পারলে দেশে আবার দুঃসহ পরিস্থিতি ফিরে আসবে বলেও হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের নেতারা।