ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

নেইমারের বিকল্প খুঁজছে বার্সা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমার থেকে যাবেন এর নিশ্চয়তা বার্সেলোনা পাচ্ছে না। শেষ মুহূর্তে হঠাৎ করে নেইমার চলে গেলে ক্লাবকে যেন বিপদে পড়তে না হয়, এ কারণে এখনই বিকল্প ভাবা শুরু করেছে স্প্যানিশ ক্লাবটি। খোঁজা হচ্ছে নেইমারের বিকল্প। আপাতত বার্সেলোনার পছন্দ চেলসির এডেন হ্যাজার্ড।

নেইমার এখন পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলেননি। বরং পিএসজির লোভনীয় প্রস্তাব নিয়ে যে ভাবছেন, তা এখন পরিষ্কার। এর মধ্যে জেরার্ড পিকের ‘ও থাকছে’ ক্যাপশন দিয়ে পোস্ট করা ছবি যে আশার আলো দেখিয়েছিল বার্সা সমর্থকদের, সেটিও অস্তাচলে। দিন যত গড়াচ্ছে, নেইমারকে নিয়ে অনিশ্চয়তা আসলে তত বাড়ছে। নেইমারও যেন প্রাক-মৌসুমে নিজের জাদু দেখিয়ে বুঝিয়ে দিতে চাইছেন, তাঁর পেছনে ২২২ মিলিয়ন ইউরো চাইলে খরচ করতেই পারে ফরাসি ক্লাবটি।

বার্সা কোনোমতেই চায় না নেইমার চলে যান। তাঁকে আটকানোর সব রকম চেষ্টা করা হবে। কিন্তু যদি শেষ মুহূর্তে নেইমার চলে যাওয়ার সিদ্ধান্তই নেন, বার্সাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। লেফট উইংয়ে নেইমার-শূন্যতা নিয়ে মৌসুম শুরু করতে চায় না তারা। ৩১ আগস্ট দলবদলের জানালা বন্ধ হবে। বার্সাও হিসাব কষতে শুরু করেছে।

নেইমার চলে গেলে ক্লাবের হাতে আসবে বিশাল অঙ্কের টাকা। এই টাকা দিয়ে তারাও তো কোনো ক্লাব বা খেলোয়াড়কে প্রলুব্ধ করতে পারে। সে ক্ষেত্রে বার্সার সবচেয়ে বড় পছন্দের নাম হ্যাজার্ড। চেলসির বেলজিয়ান এই তারকা আগেই আলোচনায় এসেছিলেন খেলার ধরনে মেসির সঙ্গে মিল থাকায়। ২০১৫-১৬ মৌসুমের ধুলো ঝেড়ে গতবার ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬ গোল করেছেন পুরোদস্তুর স্ট্রাইকার না হয়েও।

চেলসি কোচ আন্তোনিও কন্তে হ্যাজার্ডের ভেতর থেকে সেরাটা বের করে এনেছেন। তিনি চাইবেন না এই সৈন্যটাকে হারাতে। কন্তে এরই মধ্যে হ্যাজার্ডের ওপর থেকে চোখ সরাও বলে হুমকি দিয়ে রেখেছেন বার্সাকে। ইতালিয়ান এই কোচ বেশ প্রত্যয়ের সঙ্গে বলেছেন, হ্যাজার্ড-বার্সা যোগসূত্রের খবর এখনো নিতান্তই গুজব, ‘আগে হ্যাজার্ড আর রিয়াল মাদ্রিদকে নিয়ে অনেক খবর পড়েছি। এখন বার্সেলোনা নিয়ে পড়ছি। আমাদের বুঝতে হবে, এটা ট্রান্সফার মার্কেট, এখানে এমনটাই হয়।’

বার্সেলোনা অবশ্য প্রিমিয়ার লিগে চোখ রেখেছে আগে থেকেই। লিভারপুলের ফিলিপে কুতিনহোকে তাদের চাই। এবার হ্যাজার্ড। নেইমার চলে গেলে সেই টাকায় এই দুজনকে ভাগিয়ে আনাও খুব কঠিন হবে না বার্সার জন্য।

তবে কন্তের কথাটাও মাথায় রাখা দরকার। এটা ট্রান্সফার মার্কেট। এখানে কত খবরই না রটে!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

নেইমারের বিকল্প খুঁজছে বার্সা

আপডেট সময় ০৫:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমার থেকে যাবেন এর নিশ্চয়তা বার্সেলোনা পাচ্ছে না। শেষ মুহূর্তে হঠাৎ করে নেইমার চলে গেলে ক্লাবকে যেন বিপদে পড়তে না হয়, এ কারণে এখনই বিকল্প ভাবা শুরু করেছে স্প্যানিশ ক্লাবটি। খোঁজা হচ্ছে নেইমারের বিকল্প। আপাতত বার্সেলোনার পছন্দ চেলসির এডেন হ্যাজার্ড।

নেইমার এখন পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলেননি। বরং পিএসজির লোভনীয় প্রস্তাব নিয়ে যে ভাবছেন, তা এখন পরিষ্কার। এর মধ্যে জেরার্ড পিকের ‘ও থাকছে’ ক্যাপশন দিয়ে পোস্ট করা ছবি যে আশার আলো দেখিয়েছিল বার্সা সমর্থকদের, সেটিও অস্তাচলে। দিন যত গড়াচ্ছে, নেইমারকে নিয়ে অনিশ্চয়তা আসলে তত বাড়ছে। নেইমারও যেন প্রাক-মৌসুমে নিজের জাদু দেখিয়ে বুঝিয়ে দিতে চাইছেন, তাঁর পেছনে ২২২ মিলিয়ন ইউরো চাইলে খরচ করতেই পারে ফরাসি ক্লাবটি।

বার্সা কোনোমতেই চায় না নেইমার চলে যান। তাঁকে আটকানোর সব রকম চেষ্টা করা হবে। কিন্তু যদি শেষ মুহূর্তে নেইমার চলে যাওয়ার সিদ্ধান্তই নেন, বার্সাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। লেফট উইংয়ে নেইমার-শূন্যতা নিয়ে মৌসুম শুরু করতে চায় না তারা। ৩১ আগস্ট দলবদলের জানালা বন্ধ হবে। বার্সাও হিসাব কষতে শুরু করেছে।

নেইমার চলে গেলে ক্লাবের হাতে আসবে বিশাল অঙ্কের টাকা। এই টাকা দিয়ে তারাও তো কোনো ক্লাব বা খেলোয়াড়কে প্রলুব্ধ করতে পারে। সে ক্ষেত্রে বার্সার সবচেয়ে বড় পছন্দের নাম হ্যাজার্ড। চেলসির বেলজিয়ান এই তারকা আগেই আলোচনায় এসেছিলেন খেলার ধরনে মেসির সঙ্গে মিল থাকায়। ২০১৫-১৬ মৌসুমের ধুলো ঝেড়ে গতবার ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬ গোল করেছেন পুরোদস্তুর স্ট্রাইকার না হয়েও।

চেলসি কোচ আন্তোনিও কন্তে হ্যাজার্ডের ভেতর থেকে সেরাটা বের করে এনেছেন। তিনি চাইবেন না এই সৈন্যটাকে হারাতে। কন্তে এরই মধ্যে হ্যাজার্ডের ওপর থেকে চোখ সরাও বলে হুমকি দিয়ে রেখেছেন বার্সাকে। ইতালিয়ান এই কোচ বেশ প্রত্যয়ের সঙ্গে বলেছেন, হ্যাজার্ড-বার্সা যোগসূত্রের খবর এখনো নিতান্তই গুজব, ‘আগে হ্যাজার্ড আর রিয়াল মাদ্রিদকে নিয়ে অনেক খবর পড়েছি। এখন বার্সেলোনা নিয়ে পড়ছি। আমাদের বুঝতে হবে, এটা ট্রান্সফার মার্কেট, এখানে এমনটাই হয়।’

বার্সেলোনা অবশ্য প্রিমিয়ার লিগে চোখ রেখেছে আগে থেকেই। লিভারপুলের ফিলিপে কুতিনহোকে তাদের চাই। এবার হ্যাজার্ড। নেইমার চলে গেলে সেই টাকায় এই দুজনকে ভাগিয়ে আনাও খুব কঠিন হবে না বার্সার জন্য।

তবে কন্তের কথাটাও মাথায় রাখা দরকার। এটা ট্রান্সফার মার্কেট। এখানে কত খবরই না রটে!