আকাশ ইতিহাস ডেস্ক:
আজ বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০১৮ সাল
আইজ্যাক নিউটন জন্ম
১৬৪৩ সালের এ দিনে বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক আইজ্যাক নিউটন জন্ম গ্রহণ করেন। ডিফারেণ্সিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলেশনের ভিত্তি তিনিই রচনা করেন। নিউটনের রচিত গণিত শাস্ত্রের নীতিমালা বিষয়ক পুস্তক ১৬৮৭ সালে প্রকাশিত হয়। তার এই বইকে বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী হিসেবে গণ্য করা হয়। এ ছাড়া মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কিত আবিষ্কার তাকে অমরত্ব দান করেছে। আইজ্যাক নিউটন সার্বজনীন মধ্যাকর্ষণ শক্তি এবং গতির তিনটি সূত্র প্রকাশ করেছেন। তার এই কাজের ভিত্তিতে পরবর্তীতে আধুনিক গতিবিদ্যা গড়ে উঠে।
মিয়ানমারের স্বাধীনতা অর্জন
১৯৪৮ সালের এ দিনে সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে। সে থেকে এ দিনটি মিয়ানমারে জাতীয়তা দিবস হিসেবে উদযাপিত হয়। ১৮২৪ থেকে ১৮৮৬ সাল পর্যন্ত এই দীর্ঘ ৬২ বছরে বৃটেন মিয়ানমার জয় করে এবং পরবর্তীতে দেশটিকে ভারত সা¤্রাজ্যের সাথে একত্রীভূত করে। বৃটিশরা ১৯৩৭ সাল পর্যন্ত ভারতের প্রদেশে হিসেবে মিয়ানমারকে শাসন করেছে। এরপর মিয়ানমার ভারত থেকে আলাদ হয়ে যায় এবং স্ব-শাসিত বৃটিশ উপনিবেশে পরিণত হয়। ১৯৪৮ সালে মিয়ানমারা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করে। ১৯৬২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত মিয়ানমার শাসন করেছেন জেনারেল নে উইন। ১৯৯০ সালে অং সান সুকির নেতৃত্বে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জয়লাভ করলেও দেশটির সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর করে নি। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পর ২০০৭ সালে মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ হয়েছিলো। মিয়ানমারের সরকার অবশ্য এই বিক্ষোভ দমন করতে সক্ষম হয়েছিলো।
পুঁজি বাজারে ইউরোর আর্বিভাব
১৯৯৯ সালের এ দিনে ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে। সে সময় এক ডলারের বিপরীতে এর মূল্য দাড়িয়েছিলো ১ দশমিক এক সাত ইউরো। ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নের ১১টি দেশে প্রথম ইউরো প্রবর্তন করা হয়। এই দেশগুলোর মোট জনসংখ্যা প্রায় ২৯টি কোটি। ২০০২ সালের ১লা জানুয়ারী জার্মানি সহ বেশ কয়েকটি দেশের মুদ্রার বদলে ইউরো গ্রহণ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হওয়া সত্বেও ভ্যাটিকান সিটি এবং মোনাকো ইউরোকে গ্রহণ করে। ৮টি বিভিন্ন মানের ধাতব মুদ্রা এবং ৭টি কাগজের নোট নিয়ে ইউরো গঠিত।
কবি টি এস ইলিয়ট পরলোকগমন
১৯৬৫ সালের এ দিনে বিখ্যাত ইংরেজ কবি টি এস ইলিয়ট ৭৬ বছর বয়সে পরলোকগমন করেছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ দ্যা ওয়াস্টল্যান্ড ১৯২২ সালে প্রকাশিত হয়। বিংশ শতকে একক ভাবে সবচেয়ে প্রভাবশালী কাব্যগ্রস্থ হিসেবে অনেকেই এই পুস্তককে বিবেচনা করে থাকেন। ১৯৪৮ সালে তাকে বৃটেনের রাজা ৫ম জর্জ, অর্ডার অব দ্যা মেরিট খেতাবে ভূষিত করেন। একই বছরে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
জ্যাকব গ্রিম জন্ম
১৭৮৫ সালের এ দিনে গ্রিম ভ্রাতৃদ্বয়ের বড় ভাই জ্যাকব গ্রিম জার্মানির হানাও শহরে জন্ম গ্রহণ করেন। তার এক বছর পরে তার ছোট ভাই উইলিয়াম গ্রিম জন্মগ্রহণ করেন। উপকথা নিয়ে গবেষণাকারী কয়েকজন বন্ধুকে গ্রিম ভ্রাতৃদ্বয় সহায়তা করেন। একজন লেখক গিম ভ্রাতৃদ্বয়ের কাজ দেখে বেশ অবাক হন এবং মুখেমুখে প্রচলিত যে সব উপ বা রূপ কথাকে তারা সংগ্রহ করেছেন তা বই আকারে প্রকাশ করার পরামর্শ দেন। তাদের এই সংগৃহিত উপকথা চিলড্রেন এন্ড হাইজহোল্ড টেলস নামে প্রকাশিত হয়। পরবর্তীতে তাদের এই সংগৃহিত উপকথাগুলো গ্রিমভ্রাতৃদ্বয়ের রূপকথা হিসেবে পরিচিত হয়ে উঠে। ১৮১২ থেকে ১৮২২ সাল পর্যন্ত কয়েকটি খন্ডে তাদের এই রূপকথা প্রকাশিত হয়েছিলো।
বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার
১৮৭৭ সালের এ দিনে বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেছিলেন। ফোনোগ্রাম যন্ত্রটি রেকর্ড প্লেয়ার হিসেবেও পরিচিত। এডিসন মনে করেছিলেন তার এই যন্ত্রটি অফিসে ডিক্টেটিং মেশিন হিসেবে ব্যবহৃত হবে। তবে পরবর্তীতে এটি বিনোদনের যন্ত্র হিসেবেই বেশি ব্যবহৃত হয়েছে। টমাস এডিসন খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন এক নাগাড়ে। এডিসন নিজের নামে প্রায় এক হাজারেরও বেশি আবিষ্কারের পেটেন্ট করেছিলেন। তার গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে রয়েছে, বিদ্যুৎ বাতি, ফোনোগ্রাম এবং মোশন পিকচার ক্যামেরা বা চলচ্চিত্র ধারণের ক্যামেরা।
আকাশ নিউজ ডেস্ক 



















