ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধের পরামর্শ: শেখ সেলিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ, এর বাহক এডিস মশা নিধন ও চিকিৎসা সেবা প্রদানে আরো সমন্বিভাবে কাজ করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে। সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে এখন থেকে প্রস্তুতি নেয়ারও পরামর্শ দেয়া হয়।

আগামী ১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকুনগুনিয়া: ঢাকার অভিজ্ঞতা শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করেছে। এ সেমিনারে দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট ব্যাক্তিগন তাদের অভিজ্ঞতা এবং সুপারিশ প্রদান করবেন। সেমিনারে এ রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে একটি সুপারিশ মালাও সরকারকে দেয়া হবে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান জানান। তিনি বিশেষ আমন্ত্রনে কমিটির এ সভায় অংশ নেন।

সভায় কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মোঃ ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, সেলিনা বেগম এবং জুয়েল আরেং অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয় চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে ইতোমধ্যে ৩ হাজার ৭শ’ জন ডাক্তারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য সভায় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রশংসা করা হয়। সভায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আধুনিকায়ন, পরিচ্ছন্নতা এবং আইসিইউ’র সংখ্যা বৃদ্ধির সুপারিশ করা হয়। কমিটি গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগস লিঃ তৃতীয় শাখা স্থাপন প্রকল্পে পানি শোধনাগার স্থাপনের সুপারিশ করে।

কমিটি ১৯টি সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সার্বক্ষনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে আবাসিক বেসরকারী চিকিৎসকদের জন্য মাসিক জনপ্রতি ২০ হাজার টাকা সম্মানী প্রদানের সুপারিশ করে। সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধের পরামর্শ: শেখ সেলিম

আপডেট সময় ০৮:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ, এর বাহক এডিস মশা নিধন ও চিকিৎসা সেবা প্রদানে আরো সমন্বিভাবে কাজ করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে। সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে এখন থেকে প্রস্তুতি নেয়ারও পরামর্শ দেয়া হয়।

আগামী ১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকুনগুনিয়া: ঢাকার অভিজ্ঞতা শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করেছে। এ সেমিনারে দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট ব্যাক্তিগন তাদের অভিজ্ঞতা এবং সুপারিশ প্রদান করবেন। সেমিনারে এ রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে একটি সুপারিশ মালাও সরকারকে দেয়া হবে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান জানান। তিনি বিশেষ আমন্ত্রনে কমিটির এ সভায় অংশ নেন।

সভায় কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মোঃ ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, সেলিনা বেগম এবং জুয়েল আরেং অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয় চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে ইতোমধ্যে ৩ হাজার ৭শ’ জন ডাক্তারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য সভায় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রশংসা করা হয়। সভায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আধুনিকায়ন, পরিচ্ছন্নতা এবং আইসিইউ’র সংখ্যা বৃদ্ধির সুপারিশ করা হয়। কমিটি গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগস লিঃ তৃতীয় শাখা স্থাপন প্রকল্পে পানি শোধনাগার স্থাপনের সুপারিশ করে।

কমিটি ১৯টি সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সার্বক্ষনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে আবাসিক বেসরকারী চিকিৎসকদের জন্য মাসিক জনপ্রতি ২০ হাজার টাকা সম্মানী প্রদানের সুপারিশ করে। সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।