অাকাশ জাতীয় ডেস্ক:
বাবা ছেলেকে মনোনয়ন দিচ্ছে, এটা কেমন রাজনীতি বলে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সকালে পত্রিকায় দেখলাম বাবা ছেলেকে সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দিচ্ছে। আবার সেই ছেলে প্যারাডাইস কেলোঙ্কারিতে অভিযুক্ত। এটা কেমন রাজনীতি? আওয়ামী লীগে এ রকম হাস্যকর কাজ সম্ভব নয়। আওয়ামী লীগ গণতান্ত্রিক কাঠামো মেনে চলে এবং শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
উল্লেখ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি থেকে তাবিথ আউয়ালকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন তার বাবা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। গতকাল বুধবার বকশীবাজারে অস্থায়ী আদালতে খালেদা জিয়ার হাজিরার দিনে সেখানে উপস্থিত আব্দুল আউয়াল মিন্টু বলেন, তাবিথ আউয়ালেরই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে তিনিই যোগ্য প্রার্থী।
জাতীয় নির্বাচনে মনোনয়ন নিয়ে অসুস্থ প্রতিযোগিতা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সুস্থ প্রতিযোগিতা হতে পারে, আকাঙ্খা থাকতে পারে। কিন্তু দলের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে আমাদের মনোনয়ন বোর্ড হবে। মনোনয়ন বোর্ডে সিদ্ধান্ত হবে আমরা কাকে মনোনয়ন দেবো।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আদালতের বিচারে যদি খালেদা নির্দোষ প্রমাণিত হন তাহলে তিনি ছাড়া পাবেন। আর যদি দোষী হন তবে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
তিনি বলেন, খালেদা জিয়া ছাড়া পেলেও আদালতের ব্যাপার, দোষী হলেও আদালতের ব্যাপার। আদালত ছাড় দিলেও দিতে পারেন, সাজাও দিতে পারেন। আওয়ামী লীগের চাওয়ার সঙ্গে আদালতের রায়ের কোনো সম্পর্ক নেই।
এদিকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এসে কম্বল নিয়ে টানাটানি ও মারামারি দেখলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের সামনেই শত শত লোক হুড়োহুড়ি করে একে অপরে উপর আছড়ে পড়েছেন। হাতাহাতি, মারামারি, চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটেছে সেতুমন্ত্রীর সামনে।
মঞ্চের ওপর বসে ওবায়দুল কাদের দেখলেন শীতার্ত মানুষের মারামারির এ দৃশ্য। ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ জানান, দুদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। এজন্যই কম্বল বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 



















