অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগ নয় বিএনপিই জুডিশিয়াল ক্যুর চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, এখন এ কারণেই তারা (বিএনপি) এসব কথা বলছে।
মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তার এই মন্তব্য ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি অভিযোগের প্রতিক্রিয়া। সোমবার মির্জা ফখরুল অভিযোগ করেছিলেন, সরকার সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে জুডিশিয়াল ক্যুর মাধ্যমে সরিয়ে দিয়ে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়েছে।
বিএনপির এমন অভিযোগের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যারা বিচার বিভাগ ক্যু-এর কথা বলে তারা সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পায়। ষড়যন্ত্র তাদের মাথায় ঘুরপাক খায়। তারা একজন সাবেক বিচারপতিকে সামনে রেখে জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছিল, জনগণ সচেতন ছিল বলে তারা তখন ব্যর্থ হয়।’
মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন। আমাদের সরকার বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করে বলে আমরা আদালতের ওপর কোনো হস্তক্ষেপ করিনি। বঙ্গবন্ধু হত্যার বিচার, জেল হত্যার বিচারেও কোনো হস্তক্ষেপ করা হয়নি।’ কার বিচার হবে, সাজা হবে, কে নির্দোষ প্রমাণিত হবে তা আদালতের ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, পরিবার পকিল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।
আকাশ নিউজ ডেস্ক 



















