ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডাকসু ছিল মাদকের আড্ডা-বেশ্যাখানা’:জামায়াত নেতার পোস্টাল ব্যালট ডাকাতি হতে দেখা যাচ্ছে: তারেক রহমান ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে কিশোরের মৃত্যু, আহত আরও ২ চমেকে ভর্তি শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয় সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ : মির্জা আব্বাস ‘নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়াটা দুঃখজনক’:মোহাম্মদ ইউসুফ ‘বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি,আপনাদের আমানতের খেয়ানত করবো না’:মির্জা ফখরুল আওয়ামী লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে : স্বরাষ্ট্র উপদেষ্টা পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটির বিষয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

রংপুরে ভোটে প্রমাণ হয়েছে বিএনপি মিথ্যাবাদী: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অভিযোগ করে বিএনপি নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করেছে বলে মনে করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সব কিছুতে না বলা যে বিএনপির অভ্যাস, সেটাই দেশের মানুষ এখন বুঝতে পারছে।

শুক্রবার ভোলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তোফায়েল।

পাঁচ বছর আগের ভোটে ৩০ হাজার ভোটে জিতলেও বৃহস্পতিবারের ভোটে রংপুরে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু হেরেছেন প্রায় এক লাখ ভোটে। তবে ভোটের ফলাফল বিপক্ষে গেলেও রাজনৈতিক জয়ের দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই নির্বাচনে তৃতীয় হয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী কারচুপির অভিযোগ এনেছেন। তার অভিযোগ, কেন্দ্র দখল করে রংপুরে সিল মেরেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। অবশ্য ভোটের পর দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব মিলিয়ে রংপুরে ভোট সুষ্ঠু হয়েছে।

আলোচিত এই নির্বাচন নিয়ে রিজভীর অভিযোগের বিষয়ে তোফায়েল বলেন, ‘মিডিয়া ও গোটা দেশের মানুষ বলছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু বিএনপি এ নির্বাচনে তৃতীয় অবস্থানে গিয়েও বলছে তাদেরকে কারচুপি করে হারানো হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে, বিএনপি সবসময় সত্যকে মিথ্যা বলার চেষ্টা করে। তাদের সব কিছুতেই না বলার অভ্যাস।’

সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও জানান তোফায়েল। বলেন, এই নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। বিএনপিকে এই সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আর তারা না করলে সেটা তাদের ব্যাপার।

আগামী এক বছরের মধ্যে ভোলার একটি রাস্তাও কাঁচা থাকবে না বলেও জানান তোফায়েল। জানান, ভোলায় গ্যাসনির্ভর শিল্প কারখানা গড়ে তোলা হবে। ২০১৮ সালের মধ্যে ভোলা-বরিশাল সেতু নির্মাণের কথাও বলেন তিনি।

জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ডাকসু ছিল মাদকের আড্ডা-বেশ্যাখানা’:জামায়াত নেতার

রংপুরে ভোটে প্রমাণ হয়েছে বিএনপি মিথ্যাবাদী: তোফায়েল

আপডেট সময় ০৫:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অভিযোগ করে বিএনপি নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করেছে বলে মনে করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সব কিছুতে না বলা যে বিএনপির অভ্যাস, সেটাই দেশের মানুষ এখন বুঝতে পারছে।

শুক্রবার ভোলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তোফায়েল।

পাঁচ বছর আগের ভোটে ৩০ হাজার ভোটে জিতলেও বৃহস্পতিবারের ভোটে রংপুরে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু হেরেছেন প্রায় এক লাখ ভোটে। তবে ভোটের ফলাফল বিপক্ষে গেলেও রাজনৈতিক জয়ের দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই নির্বাচনে তৃতীয় হয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী কারচুপির অভিযোগ এনেছেন। তার অভিযোগ, কেন্দ্র দখল করে রংপুরে সিল মেরেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। অবশ্য ভোটের পর দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব মিলিয়ে রংপুরে ভোট সুষ্ঠু হয়েছে।

আলোচিত এই নির্বাচন নিয়ে রিজভীর অভিযোগের বিষয়ে তোফায়েল বলেন, ‘মিডিয়া ও গোটা দেশের মানুষ বলছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু বিএনপি এ নির্বাচনে তৃতীয় অবস্থানে গিয়েও বলছে তাদেরকে কারচুপি করে হারানো হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে, বিএনপি সবসময় সত্যকে মিথ্যা বলার চেষ্টা করে। তাদের সব কিছুতেই না বলার অভ্যাস।’

সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও জানান তোফায়েল। বলেন, এই নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। বিএনপিকে এই সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আর তারা না করলে সেটা তাদের ব্যাপার।

আগামী এক বছরের মধ্যে ভোলার একটি রাস্তাও কাঁচা থাকবে না বলেও জানান তোফায়েল। জানান, ভোলায় গ্যাসনির্ভর শিল্প কারখানা গড়ে তোলা হবে। ২০১৮ সালের মধ্যে ভোলা-বরিশাল সেতু নির্মাণের কথাও বলেন তিনি।

জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।