ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াত নেতার, বিক্ষোভে উত্তাল ঢাবি ভোট দেখতে বিদেশ থেকে আসবে ৫০০ সাংবাদিক ও পর্যবেক্ষক জনগণকে সাবধানে নেতা বাছাই করার পরামর্শ দিলেন রুমিন ফারহানা বাড়ল মুক্তিযোদ্ধা ভাতা এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেওয়া বন্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ‘সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি,’ বললেন আমিনুল হক কোন ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না: দুলু

বিএনপি ভোটে হারার আগেই হারে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন আসলেই বিএনপি কারচুপির ‘ভাঙা রেকর্ড’ বাজিয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হারার আশঙ্কায় ভোটের আগে থেকেই কারচুপির অভিযোগ ‍তুলতে থাকে দলটি। ২১ ডিসেম্বরের রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে নিয়েও একই কাজ করছে তারা।

রবিবার সকালে রাজধানীর গাবতলীতে সরকারি পরিবহন কোম্পানি বিআরটিসির বাস ডিপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন কাদের।

রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই এই নির্বাচনের পরিবেশ নিয়ে নানা অভিযোগ করে আসছে বিএনপি। সেখানে দলের প্রার্থীকে নজিরবিহীন হয়রানির অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তার অভিযোগ রংপুরে ক্ষমতাসীনদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার। আর স্থানীয় প্রশাসন দিয়ে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওবায়দুল কাদের বিএনপির এই অভিযোগকে গতানুগতিক আথ্যা দিয়ে বলেন, ‘নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির পুরানো অভ্যাস। ভাঙা রেকর্ড তারা নির্বাচন এলেই বাজায়। রংপুরেও তারা তাদের সেই রেকর্ড বাজাচ্ছে। তাঁরা নির্বাচনে হেরে যাওয়ার আগে আরেকবার হারে, আবার জেতার আগেও একবার হারে।’

‘এর আগে (২০১০ সালে) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (বিএনপির মঞ্জুরুল আলম জিতেছিলেন) রেজাল্টের আগ পর্যন্ত অবিরাম অভিযোগ করেছিল। গাজীপুর, কুমিল্লা ও নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়েও তাঁরা একই অভিযোগ করেছিল।’

রংপুরে ভোট সুষ্ঠু হবে আশ্বাস দিয়ে কাদের বলেন, ‘আমি রংপুর সিটি করপোরেশনের ভোটারদের শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই। সাম্প্রতিককালে যে রকম নির্বাচন নারায়ণগঞ্জ ও কুমিল্লায় হয়েছিল, সে রকম নির্বাচন রংপুর সিটি করপোরেশনেও হবে।’ ‘এ নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রংপুরের জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে।’

প্রতিনিয়ত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিএনপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে বলেও মনে করেন কাদের। বলেন, ‘এসকল অবান্তর অভিযোগে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, বিএনপির স্বদিচ্ছা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।’ এ পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে এবং এতে কোন হস্তক্ষেপ থাকবে না বলেও জানান কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান

বিএনপি ভোটে হারার আগেই হারে: কাদের

আপডেট সময় ১০:১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন আসলেই বিএনপি কারচুপির ‘ভাঙা রেকর্ড’ বাজিয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হারার আশঙ্কায় ভোটের আগে থেকেই কারচুপির অভিযোগ ‍তুলতে থাকে দলটি। ২১ ডিসেম্বরের রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে নিয়েও একই কাজ করছে তারা।

রবিবার সকালে রাজধানীর গাবতলীতে সরকারি পরিবহন কোম্পানি বিআরটিসির বাস ডিপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন কাদের।

রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই এই নির্বাচনের পরিবেশ নিয়ে নানা অভিযোগ করে আসছে বিএনপি। সেখানে দলের প্রার্থীকে নজিরবিহীন হয়রানির অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তার অভিযোগ রংপুরে ক্ষমতাসীনদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার। আর স্থানীয় প্রশাসন দিয়ে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওবায়দুল কাদের বিএনপির এই অভিযোগকে গতানুগতিক আথ্যা দিয়ে বলেন, ‘নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির পুরানো অভ্যাস। ভাঙা রেকর্ড তারা নির্বাচন এলেই বাজায়। রংপুরেও তারা তাদের সেই রেকর্ড বাজাচ্ছে। তাঁরা নির্বাচনে হেরে যাওয়ার আগে আরেকবার হারে, আবার জেতার আগেও একবার হারে।’

‘এর আগে (২০১০ সালে) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (বিএনপির মঞ্জুরুল আলম জিতেছিলেন) রেজাল্টের আগ পর্যন্ত অবিরাম অভিযোগ করেছিল। গাজীপুর, কুমিল্লা ও নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়েও তাঁরা একই অভিযোগ করেছিল।’

রংপুরে ভোট সুষ্ঠু হবে আশ্বাস দিয়ে কাদের বলেন, ‘আমি রংপুর সিটি করপোরেশনের ভোটারদের শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই। সাম্প্রতিককালে যে রকম নির্বাচন নারায়ণগঞ্জ ও কুমিল্লায় হয়েছিল, সে রকম নির্বাচন রংপুর সিটি করপোরেশনেও হবে।’ ‘এ নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রংপুরের জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে।’

প্রতিনিয়ত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিএনপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে বলেও মনে করেন কাদের। বলেন, ‘এসকল অবান্তর অভিযোগে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, বিএনপির স্বদিচ্ছা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।’ এ পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে এবং এতে কোন হস্তক্ষেপ থাকবে না বলেও জানান কাদের।