অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর তেজগাঁওয়ের একটি বাসা থেকে মিলু গোমেজ (৬৫) নামে এক খ্রিষ্টান বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে ৩৮, অারজতপাড়া বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত বৃদ্ধার স্বামী হিউবার্ড অনীল গোমেজকে আটক করেছে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, সকালে অনীল গোমেজ পুলিশকে ফোন করে বলেন যে, তার স্ত্রীকে কে বা কারা গলাকেটে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়ে লাশ উদ্ধার করেন।
ওই দম্পতির চার সন্তানের মধ্যে তিনজন থাকেন কানাডা ও একজন আমেরিকাতে থাকেন। হত্যার শিকার হওয়ার আগে ওই বৃদ্ধা গাজীপুরে অবস্থিত তার বোনের সঙ্গে কথা বলেছিলেন।
অনীল গোমেজ পুলিশকে বলেন, ভোরে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। ৭টার দিকে বাসায় ফিরে বিছানার উপর তার স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেই।
আকাশ নিউজ ডেস্ক 

























