ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না: জি এম কাদের সংবিধানের দুর্বলতা দূর করতেই গণভোট: আলী রীয়াজ নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন

দেশে বেনামে বাকশাল চলছে: দুদু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশে এখন বেনামে বাকশালী শাসনব্যবস্থা’ চলছে। এই বাকশাল ৭৫ সালের বাকশাল নয়, এটা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে আওয়ামী ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছে। যেখানে নির্বাচনী ব্যবস্থা বলে কোনো কিছুই নেই।’

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নামের একটি সংগঠন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের মানুষের সর্বশেষ আশ্রয়স্থল ছিল বিচার বিভাগ, সেটিও এখন সরকারের দখলে পরিণত হয়েছে। লুটপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। দেশে এখন একটি সম্পূর্ণরূপে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আইনের শাসন বলতে এখন দেশে কিছুই নেই।’

সব ক্ষেত্রে বিরোধী মতের ওপর নিপীড়ন নির্যাতন চলছে দাবি করে দুদু বলেন, ‘দেশের শিক্ষাঙ্গনেও বিরোধী মতের কোনো সংগঠন অবস্থান করতে পারে না। পেশাজীবীরা যখনই সরকারের ফ্যাসিবাদী আচরণের বিরোধিতা করে, তখনই তাদের ওপর মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, তাকে হেনস্থা করার জন্য এমন কোনো কাজ নাই যা করা হয় না।’

আয়োজক সংগঠনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

দেশে বেনামে বাকশাল চলছে: দুদু

আপডেট সময় ১২:৩২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশে এখন বেনামে বাকশালী শাসনব্যবস্থা’ চলছে। এই বাকশাল ৭৫ সালের বাকশাল নয়, এটা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে আওয়ামী ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছে। যেখানে নির্বাচনী ব্যবস্থা বলে কোনো কিছুই নেই।’

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নামের একটি সংগঠন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের মানুষের সর্বশেষ আশ্রয়স্থল ছিল বিচার বিভাগ, সেটিও এখন সরকারের দখলে পরিণত হয়েছে। লুটপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। দেশে এখন একটি সম্পূর্ণরূপে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আইনের শাসন বলতে এখন দেশে কিছুই নেই।’

সব ক্ষেত্রে বিরোধী মতের ওপর নিপীড়ন নির্যাতন চলছে দাবি করে দুদু বলেন, ‘দেশের শিক্ষাঙ্গনেও বিরোধী মতের কোনো সংগঠন অবস্থান করতে পারে না। পেশাজীবীরা যখনই সরকারের ফ্যাসিবাদী আচরণের বিরোধিতা করে, তখনই তাদের ওপর মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, তাকে হেনস্থা করার জন্য এমন কোনো কাজ নাই যা করা হয় না।’

আয়োজক সংগঠনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।