ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন শিশুদের সঠিক শিক্ষা প্রদানের জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান ‘অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব’:মির্জা ফখরুল দ.আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন

ভাই ভাতিজার চেয়ে আমার কাছে দল বড়: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নিজের ভাতিজা এইচ এম আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, সে আমার আপন ভাতিজা। তাকে বহিষ্কার করার একটাই কারণ, সে দলের সিদ্ধান্ত অমান্য করেছে। ভাই, ভাতিজা- যেই হোক না কেন, আমার কাছে দল বড়।

রসিক নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর জয়ের আশা প্রকাশ করে এরশাদ বলেন, আমাদের যে অবস্থা তাতে রংপুরে আমরা বিপুল ভোটে জিতবো। এরপরই আমরা জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু করবো।

আসিফ এরশাদের ছোটভাই মোজাম্মেল হোসেন লালুর ছেলে। রসিক নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় পার্টির রংপুরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলীয় মনোনয়ন দেন এরশাদ। এ সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আসিফ শাহরিয়ার। এ কারণে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এদিকে সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিন্দা জানিয়েছেন জাপা চেয়ারম্যান। এর প্রতিবাদে আগামী ১২ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।

এরশাদ বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন বসেছে। আমরা বিশ্ববাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে জেরুজালেমকে ইসরায়েলের দখলমুক্ত করার আহ্বান জানাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন, সুনীল শুভ রায়, আব্দুস সবুর আসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নূরুজ্জামান নূরু, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

ভাই ভাতিজার চেয়ে আমার কাছে দল বড়: এরশাদ

আপডেট সময় ১১:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নিজের ভাতিজা এইচ এম আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, সে আমার আপন ভাতিজা। তাকে বহিষ্কার করার একটাই কারণ, সে দলের সিদ্ধান্ত অমান্য করেছে। ভাই, ভাতিজা- যেই হোক না কেন, আমার কাছে দল বড়।

রসিক নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর জয়ের আশা প্রকাশ করে এরশাদ বলেন, আমাদের যে অবস্থা তাতে রংপুরে আমরা বিপুল ভোটে জিতবো। এরপরই আমরা জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু করবো।

আসিফ এরশাদের ছোটভাই মোজাম্মেল হোসেন লালুর ছেলে। রসিক নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় পার্টির রংপুরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলীয় মনোনয়ন দেন এরশাদ। এ সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আসিফ শাহরিয়ার। এ কারণে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এদিকে সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিন্দা জানিয়েছেন জাপা চেয়ারম্যান। এর প্রতিবাদে আগামী ১২ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।

এরশাদ বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন বসেছে। আমরা বিশ্ববাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে জেরুজালেমকে ইসরায়েলের দখলমুক্ত করার আহ্বান জানাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন, সুনীল শুভ রায়, আব্দুস সবুর আসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নূরুজ্জামান নূরু, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।