ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন শিশুদের সঠিক শিক্ষা প্রদানের জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান ‘অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব’:মির্জা ফখরুল দ.আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন

আরেকটি ৫ জানুয়ারিমার্কা নির্বাচন চাচ্ছেন হাসিনা: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে তিনি ৫ জানুয়ারিমার্কা আরেকটি নির্বাচন করে আবারও ক্ষমতায় থাকতে চান। অর্থাৎ দেশের মানুষের ভোটের অধিকার আর দরকার নাই এবং ভোটকেন্দ্রে আসারও প্রয়োজন নেই।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ নামের বিএনপিপন্থি একটি সংগঠন। মওদুদ বলেন, ‘ভোট ছাড়া ক্ষমতায় থাকার পরিকল্পনা করলে নির্বাচনে সবার অংশগ্রহণের প্রয়োজন নেই, সংলাপের প্রয়োজন নেই। সংলাপ না হলে রাজপথে জনগণ জবাব দেবে।’

সাবেক মন্ত্রী বলেন, ‘রাজনীতি একটি গতিশীল বিজ্ঞান। এই গতিশীলতা এমন একটা পর্যায়ে যাবে, তখন আপনারা (সরকার) সংলাপের আয়োজন করার জন্য বাধ্য হবেন। আর যদি না করেন, এর উত্তর আপনারা রাজপথ থেকে পাবেন। বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করে নেবে।’

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কঠোর সমালোচনা করেন মওদুদ। বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) যে ভাষায় বক্তব্য দিয়েছেন একজন সরকারপ্রধানের কাছে আমরা তা আশা করি না। দেশে নীতি-নৈতিকতা ছাড়াই রাজনীতি চলছে, মিথ্যাচারের রাজনীতি চলছে। তরুণদের আমরা মিথ্যাচারের সংস্কৃতি শেখাচ্ছি।’

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে শুধু বিচার বিভাগ বেঁচে আছে। সামান্য অংশ পানির উপরে আছে, বাকিটা ডুবে গেছে। বিচার বিভাগের স্বাধীনতা সরকার নিজেরাই নষ্ট করেছে। আমার জীবনে এর ভালো অবস্থা দেখে যেতে পারবো কি না জানা নেই।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি নেত্রী শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার ও সংগঠনের মহাসচিব অধ্যাপক আ স ম মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

আরেকটি ৫ জানুয়ারিমার্কা নির্বাচন চাচ্ছেন হাসিনা: মওদুদ

আপডেট সময় ০৫:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে তিনি ৫ জানুয়ারিমার্কা আরেকটি নির্বাচন করে আবারও ক্ষমতায় থাকতে চান। অর্থাৎ দেশের মানুষের ভোটের অধিকার আর দরকার নাই এবং ভোটকেন্দ্রে আসারও প্রয়োজন নেই।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ নামের বিএনপিপন্থি একটি সংগঠন। মওদুদ বলেন, ‘ভোট ছাড়া ক্ষমতায় থাকার পরিকল্পনা করলে নির্বাচনে সবার অংশগ্রহণের প্রয়োজন নেই, সংলাপের প্রয়োজন নেই। সংলাপ না হলে রাজপথে জনগণ জবাব দেবে।’

সাবেক মন্ত্রী বলেন, ‘রাজনীতি একটি গতিশীল বিজ্ঞান। এই গতিশীলতা এমন একটা পর্যায়ে যাবে, তখন আপনারা (সরকার) সংলাপের আয়োজন করার জন্য বাধ্য হবেন। আর যদি না করেন, এর উত্তর আপনারা রাজপথ থেকে পাবেন। বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করে নেবে।’

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কঠোর সমালোচনা করেন মওদুদ। বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) যে ভাষায় বক্তব্য দিয়েছেন একজন সরকারপ্রধানের কাছে আমরা তা আশা করি না। দেশে নীতি-নৈতিকতা ছাড়াই রাজনীতি চলছে, মিথ্যাচারের রাজনীতি চলছে। তরুণদের আমরা মিথ্যাচারের সংস্কৃতি শেখাচ্ছি।’

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে শুধু বিচার বিভাগ বেঁচে আছে। সামান্য অংশ পানির উপরে আছে, বাকিটা ডুবে গেছে। বিচার বিভাগের স্বাধীনতা সরকার নিজেরাই নষ্ট করেছে। আমার জীবনে এর ভালো অবস্থা দেখে যেতে পারবো কি না জানা নেই।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি নেত্রী শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার ও সংগঠনের মহাসচিব অধ্যাপক আ স ম মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য দেন।