আকাশ স্পোর্টস ডেস্ক:
মোহাম্মদ সামির করা বল ডাইভ দিয়ে থামাতে গিয়ে আঙ্গুলে চোট পান রাজশাহী কিংসের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ১৪০ কিলোমিটার গতির বলটি থামাতে মুশফিক ফুল লেন্থ ডাইভ দেন।
মুশফিকের আঙ্গুলে আঘাত হেনে বলটি সীমানা অতিক্রম করে। সাথে সাথেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন মুশফিক।
সাময়িক চিকিৎসার পর গ্লাভস হাতে দুই ওভার কিপিং করলেও ব্যথার পরিমাণ বাড়তে থাকলে মাঠের বাইরে চলে যান তিনি। তার পরিবর্তে ম্যাচের বাকিটা সময় কিপিংয়ের দায়িত্ব সামলান তরুণ জাকির হাসান।
ম্যাচ শেষে মুশফিকের চোটের অবস্থা জানতে তার হাতে করানো হয় এক্সরে। দুশ্চিন্তা করার মতো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাজশাহী কিংসের ফিজিও বায়েজিদ আহমেদ। তিনি জানান, মুশফিকের চোট গুরুতর নয়। রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। শুধু ব্যথা আছে।
আকাশ নিউজ ডেস্ক 






















