অাকাশ জাতীয় ডেস্ক:
দুর্নীতির পৃথক তিনটি মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের মঞ্জুরকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এর আগে প্রতারণা ও ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে ব্যাংকের ওই টাকা আত্মসাতের ওই মামলাগুলোতে তিনি ওই আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর তেজগাঁও থানায় গত ৩ ও ২৯ আগস্ট তিনটি মামলা দায়ের করে দুদক। গত ৩ আগস্ট দায়ের করা মামলায় মালামাল বিদেশে রপ্তানি না করে ভুয়া বিল অব লিডিং তৈরি করে বাংলাদেশ কৃষি ব্যাংক কারওয়ান বাজার শাখা থেকে ১০ কোটি ৮১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়। ওই মামলায় জেবায়ের মঞ্জুরসহ ছয়জনকে আসামি করা হয়। দুদকের উপ-পরিচালক শামসুল আলম বাদী হয়ে দায়ের করা ওই মামলায় অপর পাঁচ আসামি মেসার্স আরএন সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান হোসনে আরা জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশিদুন্নবী চৌধুরী, কৃষি ব্যাংক কারওয়ান বাজার শাখার সাবেক এসপিও শাহ সারফুদ্দিন আহমেদ, সাবেক এজিএম মো. সারোয়ার হোসেন,ও এবিএম আতাউর রহমান।
অপর দুই মামলার মধ্যে একই শাখা থেকে একটি মামলায় ঋণ নিয়ে ফান্ডেট ও নন ফান্ডেট ৫৯ কোটি টাকার বেশি এবং আরেকটি মামলায় ২৬০ কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ করা হয়। দুদকের উপপরিচালক সামসুল আলম বাদী হয়ে দায়ের করা ওই দুই মামলার অপর আসামিরা হলেন, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের এমডি জসিম আহমেদ, রোজবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হযরত আলী কৃষি ব্যাংক কারওয়ান বাজার শাখার সাবেক এসপিও মো. আবুল হোসেন, গোলাম রসুল, সাবেক এজিএম (বর্তমানে বাধ্যতামূলক অবসরে) মো. সারোয়ার হোসেন, সাবেক উপ-মহাব্যবস্থাপক ইকবাল হোসেন মোল্লা, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের পরিচালক ও এমডির স্ত্রী মিসেস ইয়াসমিন আহমেদ।
আকাশ নিউজ ডেস্ক 



















