ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার : উপদেষ্টা আদিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: প্রধান উপদেষ্টা

নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করবে বিএনপি: মঈন খান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করবে বিএনপি। যাতে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি বলেন, সরকারের সাহস থাকলে প্রশাসনকে ব্যবহার না করে জনগণকে মোকাবিলা করুক। যদি তারা ভালো কাজ করে থাকে এবং জনগণ তাদের বিজয়ী করে তাহলে বিএনপির কিছুই বলার নেই।

মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর নগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির আলোচনায় ড. আবদুল মঈন খান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে বিদেশে সবাইকে বোঝাতে হবে এ সরকার দশ বছরে কী করেছে। ৬৫ হাজার মামলা দেওয়া হয়েছে। সরকার একটি প্রভেদ সৃষ্টি করেছে যা নতুন প্রজন্মকেও জানাতে হবে। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের ভোটে সরকার গঠন করতে চায়।

যশোর নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু ও বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘারপাড়া থানা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুন্নবী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান

নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করবে বিএনপি: মঈন খান

আপডেট সময় ০১:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করবে বিএনপি। যাতে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি বলেন, সরকারের সাহস থাকলে প্রশাসনকে ব্যবহার না করে জনগণকে মোকাবিলা করুক। যদি তারা ভালো কাজ করে থাকে এবং জনগণ তাদের বিজয়ী করে তাহলে বিএনপির কিছুই বলার নেই।

মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর নগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির আলোচনায় ড. আবদুল মঈন খান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে বিদেশে সবাইকে বোঝাতে হবে এ সরকার দশ বছরে কী করেছে। ৬৫ হাজার মামলা দেওয়া হয়েছে। সরকার একটি প্রভেদ সৃষ্টি করেছে যা নতুন প্রজন্মকেও জানাতে হবে। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের ভোটে সরকার গঠন করতে চায়।

যশোর নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু ও বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘারপাড়া থানা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুন্নবী।