অাকাশ জাতীয় ডেস্ক:
প্রশাসনের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির তালিকা চূড়ান্ত হলেও তা এখনও জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে রয়েছে। পদোন্নতির সুপারিশ প্রণয়নকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) ২ সপ্তাহ আগেই এ সংক্রান্ত সারসংক্ষেপ চূড়ান্ত করে তাদের কাজ সম্পন্ন করেছে।
এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রী হয়ে তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। কিন্তু এখন পর্যন্ত ওই ফাইলে প্রতিমন্ত্রী অনুমোদন দেননি। সূত্র বলছে, মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফ ১০ম ব্যাচকে এ যাত্রায় পদোন্নতি দেয়ার জন্য সুপারিশ করলেও এসএসবি তা অনুসরণ করেনি। মূলত এ কারণে ফাইলটি চূড়ান্ত পর্যায়ে এসে গতি হারিয়ে ফেলেছে।
এদিকে প্রত্যাশিত পদোন্নতি বিলম্বিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ-হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে এর আগে পদোন্নতিবঞ্চিত সিনিয়র ব্যাচের কর্মকর্তাদের দুশ্চিন্তার শেষ নেই। তারা বলছেন, যদি এসএসবি তাদের যোগ্য মনে করে থাকে তাহলে পদোন্নতি যত বিলম্বিত করা হবে তত তাদের প্রাপ্য হক থেকে বঞ্চিত করা হবে। অনেকে অবসরে যাওয়ার পথে। যারা এক সময় সচিব হওয়ার স্বপ্ন দেখতেন। এখন তারা অতিরিক্ত সচিবও হতে পারছেন না।
সূত্র জানায়, পদোন্নতির বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে ২ অক্টোবর জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মন্ত্রণালয়ের সচিবকে একটি অনানুষ্ঠানিক পত্র দেন। এতে বলা হয়- ‘বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ও দশম ব্যাচের কর্মকর্তাগণ একসঙ্গে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। অতিরিক্ত সচিবের পদ সংখ্যা সচিব/সিনিয়র সচিবের পদের মতো নির্দিষ্ট ও নির্ধারিত না হওয়ায় ধারণাগত শূন্যতাকেই বিবেচনায় নিয়ে এই দুই ব্যাচের কর্মকর্তাগণকে একই সঙ্গে পদোন্নতির সুপারিশ করার বিষয়টি এসএসবি বিবেচনায় নিতে পারে।’
এতে আরও বলা হয়- ‘এই পর্যায়ের কর্মকর্তাদের অনেকেই চাকরির মেয়াদ শেষ পর্যায়ে আসন্ন হওয়ায় পদোন্নতি পেলে শেষ বছরগুলোতে বঞ্চিতরা আরও অধিক কর্মস্পৃহা নিয়ে কাজ করবেন।’ জানা গেছে, জনপ্রশাসনমন্ত্রীর এ পরামর্শ আমলে না নিয়ে ইতিমধ্যে অতিরিক্ত সচিব পদে পদোন্নতিযোগ্য ১৭০ থেকে ১৭৫ জনের তালিকা চূড়ান্ত করেছে এসএসবি। এখানে নিয়মিত ব্যাচ হিসেবে ৯ম ব্যাচের কমবেশি ৩৫ কর্মকর্তার ভাগ্য এবার সুপ্রসন্ন হতে পারে।
এছাড়া লেফটআউট হিসেবে আছে ১৯৮২, ’৮৪, ’৮৫ ও ’৮৬ ব্যাচের কিছু কর্মকর্তা। তবে এ যাত্রায়ও সবাই পদোন্নতির দেখা পাচ্ছেন না।
আকাশ নিউজ ডেস্ক 



















