অাকাশ জাতীয় ডেস্ক:
‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট উৎক্ষেপণের সর্বশেষ অগ্রগতি দেখতে বাংলাদেশ থেকে আসা ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ প্রতিনিধি দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার ওরল্যান্ডোর একটি পার্টি হলে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিনিধি দলের দলনেতা তারানা হালিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন কাজী ফিরোজ রশীদ এমপি, হুসনে আরা লুৎফা ডালিয়া এমপি ও আফিলউদ্দিন এমপি। আয়োজক সংগঠনের সভাপতি জয়নাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি তারানা হালিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাওন প্রজা।
সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টুর সঞ্চালনায় শুরুতেই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “দেশ ও জাতিকে বিশ্বের প্রগতি ও উন্নতির সাথে সমানতালে চলার জন্য এই স্যাটেলাইট উৎক্ষেপণ যুগান্তকারী পদক্ষেপ। জাতির জনকের পূরনের জন্যই তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।”
তারানা হালিম আরও বলেন, “আমি ছাত্রলীগ থেকে আসা। আমি জানি রাস্তার কথা, আমি জানি মানুষের ব্যথা। আমাদের সরকার তাদের সাথে আছে, থাকবে কিন্তু আমাদের একটু সময় দিন। আমরা সবই করতে চাই- আমাদের সুযোগ দিন। মাহাথির মোহাম্মদকে দেখেন, তিনিও একবারে পারেন নাই। আমাদের সময় দিন আমরা করে দেখাব ইনশাআল্লাহ।”
প্রতিমন্ত্রী বলেন, “এই স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু-১’। এটি সাফল্যজনকভাবে উৎক্ষেপণের পর বাংলাদেশ তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে বহুদূর এগিয়ে যাবে। এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে ধাবিত হচ্ছে দীপ্ত প্রত্যয়ে।”
২৪৮ মিলিয়ন ডলার ব্যয়ে ৭ হাজার ৭১৬ পাউন্ডের এ রকেট মহাশূন্যে উৎক্ষেপণের পর বাংলাদেশের টেলি-যোগাযোগের ক্ষেত্রে এক নয়া অধ্যায়ের সূচনা ঘটবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
১৫ বছর পর্যন্ত এই স্যাটেলাইটটি সক্রিয় থাকবে বলে নির্মাণ প্রতিষ্ঠান থ্যালেস এলেনিয়া স্প্যাস কোম্পানির পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তা ক্যাপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে মহাশুন্যে উৎক্ষেপণ করা হবে।
এ সময় তারানা হালিম উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রা অব্যাহত রাখতে সামনের নির্বাচনে আওয়ামী লীগসহ মহাজোটকে বিজয়ী করতে প্রবাসীদের সোচ্চার থাকতে অনুরোধ করেন।
কাজী ফিরোজ রশীদ বলেন, “বাংলাদেশ এগুচ্ছে ও সকল বাঙালি আজ এই উন্নয়নের সাথে সম্পৃক্ত। কারও কথায় বিভ্রান্ত না হয়ে সামনের নির্বাচনেও মহাজোটকে ক্ষমতায় বসাতে সকলকে নিজ নিজ এলাকার পরিচিতদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। আর এটি করতে হবে জাতীয় স্বার্থে।”
এ সময় স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি এম ফজলুর রহমানসহ সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের নেতারা।
আকাশ নিউজ ডেস্ক 



















