অাকাশ জাতীয় ডেস্ক:
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে শিগগিরই মিয়ানমারের সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সংলাপে একথা জানান সচিব। সংলাপে সিপিডি জানায়, আট লাখেরও বেশি রোহিঙ্গার ভরণপোষণে আগামী দশ মাসে সরকারের দরকার হবে সাত হাজার কোটি টাকা।
চলতি বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর রোহিঙ্গা বিরোধী অভিযান শুরুর পর স্মরণকালের ভয়াবহ শরণার্থী সংকটে পড়ে বাংলাদেশ। তিন মাস ধরে চলতে থাকা রোহিঙ্গা ঢলে বহুমাত্রিক সংকটে পড়ে গুরুত্বপূর্ণ কক্সবাজার সমুদ্র সীমান্তের বিস্তীর্ণ এলাকা।
রোহিঙ্গা সমস্যার প্রভাব ঠিক কতোটা পড়েছে বাংলাদেশের আর্থ সামাজিক পরিকল্পনা কিংবা অর্থনৈতিক নীতিনির্ধারণী প্রক্রিয়ায়, তা খুঁজতেই সংলাপের আয়োজন সিপিডির। যেখানে, চলমান প্রেক্ষাপটকে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি হিসেবেই বিবেচনা করছে সংস্থাটি। এ অবস্থার পেছনে সম্পূর্ণ দায় মিয়ানমার সরকারকেই দিচ্ছেন সাবেক কূটনীতিক আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।সংলাপে বেশ কিছু সুপারিশ তুলে ধরে সিপিডি জানায়, সংকট উত্তরণে স্বল্পমেয়াদী পরিকল্পনা নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী কূটনৈতিক তৎপরতা।
যদিও, যে কোন পদক্ষেপ নেয়ার আগে মিয়ানমারকে নিকটতম প্রতিবেশী হিসেবেই বিবেচনা করছে সরকার। সংলাপে পররাষ্ট্র সচিব জানান রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শিগগিরই দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিও করতে যাচ্ছে সরকার। সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে চীন ভারতের তো প্রভাবশালী রাষ্ট্রগুলোকে পক্ষে নিয়ে চলমান সংকট মোকাবেলার পরামর্শ দেন আলোচকরা।
আকাশ নিউজ ডেস্ক 



















