আকাশ স্পোর্টস ডেস্ক:
কয়েক মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেলো ধোনির হেয়ারস্টাইলিস্টের পোস্ট করা ভিডিওটি। তবে ধোনির দাবি, ভাইরালকৃত ভিডিওটি অিনেকদিন আগে তিনি ক্যামেরাবন্দি করেছিলেন। সেটাও নাকি মিসেস ধোনির আবদারের কারণেই করেছিলেন। তাহলে দীর্ঘদিন পরে কেনো সেই ভিডিওটি পোস্ট করলেন?
ইনস্টাগ্রামে স্বপ্না সেই ভিডিওটি পোস্ট করে লিখেন, আমরা অনেক বছর আগে একটি শুটিংয়ের সময় জন আব্রাহামের ভ্যানে বসেছিলাম। তখন ধোনিকে আমি আর সাক্ষী শেখাচ্ছিলাম সে কী করে নাচবে। আর ও তা করে দেখাচ্ছিল। ও যখন অনেক ছোট তখন এই মানুষটির সাথে দীর্ঘ সময় কাটানোর সৌভাগ্য হয়েচে। তবে এটা আমার দায়িত্ব যে আমাদের ছোট্ট জগতে কতটা মজা করে থাকতাম আমরা। সারাদিন মজা মাস্তি আর হাসাহাসি করতাম। আমি জানি এই বিশ্বে আমি একজন ভাগ্যবতী মহিলা ও ডিরেক্টর।
ভিডিওটি দেখেনিন…
আকাশ নিউজ ডেস্ক 
























