অাকাশ স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের ক্রিকেট থেকে কোনোভাবেই স্পট ফিক্সিংয়ের কালো ছায়া দূর করা যাচ্ছে না। কয়েকদিন আগে মোহাম্মদ ইরফান, নাসির জমশেদ, শারজিল খান, খালিদ লতিফদের মতো তারকা ক্রিকেটারের ওপর ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ নিয়ে তদন্ত করছে দেশটির ক্রিকেট বোর্ড। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে স্পট ফিক্সিংয়ে আবার বড় তারকাদের নাম উঠে এলো। তাঁরা হলেন সাবেক পাক স্পিড সেনসেশন মোহাম্মদ সামি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। শোনা যাচ্ছে, পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত ছিলেন এই দুই তারকা ক্রিকেটার।
এর আগে শারজিল, লতিফদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আসার পরই তদন্তের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করে পিসিবি। এর আগে ফেব্রুয়ারিতে নাসির জামশেদের সঙ্গে মোহাম্মদ ইউসুফ নামে এক বুকিকে গ্রেপ্তার করে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এই বুকি তাঁর স্বীকারোক্তিতে সামি ও আকমলের নাম নিয়েছেন বলে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপরই এই দুই ক্রিকেটারকে নজরদারির মধ্যে রখেছে পিসিবি। যে কোনো সময় তাঁদের নোটিশ পাঠাতে পারে পিসিবি।
পিএসএলের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি দীর্ঘদেহী বোলার মোহাম্মদ ইরফান, ব্যাটসম্যান শারজিল খান ও খালিদ লতিফ। পিসিবি ট্রাইব্যুনালের সামনে নিজের অপরাধ স্বীকার করে নেন ইরফান। এরপরই তাঁকে সাময়িক নিষিদ্ধ করে পিসিবি। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে চার বলে মাত্র এক রান করেন শারজিল খান। তার চেয়ে বড় কথা হচ্ছে, বেশ দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন এই ব্যাটসম্যান। খালিদ লতিফের ফোন ও ল্যাপটপ তদন্ত করে ম্যাচ ফিক্সিংয়ের আলামত পাওয়া গেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























