ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

বোলারের এক বলেই তিন ক্রিকেটার আহত (ভিডিও)

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। আবার এই খেলায় নাকি অনেক কিছুই সম্ভব। তেমনই এক অসম্ভব ঘটনা ঘটলো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার প্রিমিয়ার লিগে। এই লিগেরই এক খেলায় এক বলেই আহত হয়ে গেলেন তিনজন। অবাক ব্যাপার হলো, আহতের তালিকায় ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানের সঙ্গে রয়েছেন স্বয়ং বোলারও। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর যায় কোথায়, রাতারাতি সেটা ভাইরাল।

খেলার গতিতেই খেলা চলছিল। ঘটনার সময় বোলার বল করলেন। সেই বলে স্বাভাবিকভাবেই ব্যাট চালিয়েছেন ব্যাটসম্যান; কিন্তু বিধিবাম। সেই বল ব্যাট হয়ে লাগে ব্যাটসম্যানের বাঁ হাতে। এতটাই জোরে হাতে বল লাগছিল যে, সেটা ছিটকে গেল নন-স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যানের দিকে। গিয়ে সপাটে লাগল তার পায়ে।

দুই ব্যাটসম্যানই চেষ্টা করেছিলেন রান নেওয়ার; কিন্তু পারেননি। ঘটনা এখানে শেষ হলেই ভালো ছিল। ক্লাইমেক্সের পর ক্লাইমেক্স অপেক্ষা করছিল যেন এর একটু পরই।

এবার আহত হলেন বোলার। নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের পায়ে লেগে বল ছিটকে গিয়েছিল উইকেট থেকে খানিকটা দুরে। এক ফিল্ডার দৌড়ে এসে সেটা তুলে নেন। বোলার তখন তার পরের বল করার জন্য নিজের জায়গা নিতে যাচ্ছিলেন। ফিল্ডার বোলারের দিকে না তাকিয়েই সেই বল তাকে ছুঁড়ে মারেন। সেখানেই ঘটে যায় পরের ঘটনা। সেই বল এসে লাগে বোলারের ঘাড়ে। ঘাড় ধরে বসে পড়েন বোলার। ব্যাথায় কিছুক্ষণ কাতরালেনও তিনি।

মাঠের মধ্যে একটা হাস্যকর পরিবেশের সৃষ্টি হয়। চোট নিয়ে চিন্তিত হওয়ার বদলে বেশ মজার পরিস্থিতির মধ্যেই আবার খেলা শুরু হয়। টানটান উত্তেজনার ম্যাচে এটাও একটা সাময়িক স্বস্তি যে, কারও চোট গুরুতর ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

বোলারের এক বলেই তিন ক্রিকেটার আহত (ভিডিও)

আপডেট সময় ০৪:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। আবার এই খেলায় নাকি অনেক কিছুই সম্ভব। তেমনই এক অসম্ভব ঘটনা ঘটলো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার প্রিমিয়ার লিগে। এই লিগেরই এক খেলায় এক বলেই আহত হয়ে গেলেন তিনজন। অবাক ব্যাপার হলো, আহতের তালিকায় ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানের সঙ্গে রয়েছেন স্বয়ং বোলারও। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর যায় কোথায়, রাতারাতি সেটা ভাইরাল।

খেলার গতিতেই খেলা চলছিল। ঘটনার সময় বোলার বল করলেন। সেই বলে স্বাভাবিকভাবেই ব্যাট চালিয়েছেন ব্যাটসম্যান; কিন্তু বিধিবাম। সেই বল ব্যাট হয়ে লাগে ব্যাটসম্যানের বাঁ হাতে। এতটাই জোরে হাতে বল লাগছিল যে, সেটা ছিটকে গেল নন-স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যানের দিকে। গিয়ে সপাটে লাগল তার পায়ে।

দুই ব্যাটসম্যানই চেষ্টা করেছিলেন রান নেওয়ার; কিন্তু পারেননি। ঘটনা এখানে শেষ হলেই ভালো ছিল। ক্লাইমেক্সের পর ক্লাইমেক্স অপেক্ষা করছিল যেন এর একটু পরই।

এবার আহত হলেন বোলার। নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের পায়ে লেগে বল ছিটকে গিয়েছিল উইকেট থেকে খানিকটা দুরে। এক ফিল্ডার দৌড়ে এসে সেটা তুলে নেন। বোলার তখন তার পরের বল করার জন্য নিজের জায়গা নিতে যাচ্ছিলেন। ফিল্ডার বোলারের দিকে না তাকিয়েই সেই বল তাকে ছুঁড়ে মারেন। সেখানেই ঘটে যায় পরের ঘটনা। সেই বল এসে লাগে বোলারের ঘাড়ে। ঘাড় ধরে বসে পড়েন বোলার। ব্যাথায় কিছুক্ষণ কাতরালেনও তিনি।

মাঠের মধ্যে একটা হাস্যকর পরিবেশের সৃষ্টি হয়। চোট নিয়ে চিন্তিত হওয়ার বদলে বেশ মজার পরিস্থিতির মধ্যেই আবার খেলা শুরু হয়। টানটান উত্তেজনার ম্যাচে এটাও একটা সাময়িক স্বস্তি যে, কারও চোট গুরুতর ছিল না।