আকাশ স্পোর্টস ডেস্ক:
বিপিএলের ৭ম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বেলা ২টায়।
টুর্নামেন্টে আজ দ্বিতীয় জয় পেতে মরিয়া মাশরাফিরা।
এর আগে ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় তুলে নেয় রংপুর রাইডার্স। একই ভেন্যুতে আরেকটি জয়ের লক্ষ্যে নামছে কোচ টম মুডির শিষ্যরা।
আর প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস এখনো কোনও জয়ের মুখ দেখেনি মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে তারা হেরেছে। তাই তারাও জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 

























