অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর এলাকা থেকে প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১২টায় তাঁর নিজ বশত ঘর থেকে দেবপুর ফাঁড়ি পুলিশ এ লাশ উদ্ধার করেন।
পুলিশ জানায়, কুমিল্লা বুড়িচং উপজেলা ময়নমাতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে জহিরুল ইসলামের (২৭) স্ত্রীর এক মাস বয়সী ছেলে সন্তানকে নিয়ে পাশের রুমে তাঁর মায়ের সঙ্গে থাকতো। জহিরুল ইসলাম পাশের রুমে ঘুমাতেন। রবিবার রাত সাড়ে ৯টায় জহিরুল ইসলামের মা খাবার নিয়ে তাঁর রুমে গিয়ে দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় প্রতিবেশিদের সহযোগীতায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন।
এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে জহিরুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নিচে নামায়। খবর পেয়ে রাত ১২টায় বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে এস আই শাহাদাত জানান, খবর পেয়ে নিহতের ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যু মমলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























