ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় ট্রাক-কাভার্ড ভ্যানের কাগজ পরীক্ষা করা যাবে না: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

আইজিপি এ কে এম শহীদুল হক শনিবার (৪ নভেম্বর) সকালে পুলিশ সদর দফতরে পরিবহন মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায়, রাস্তায় দাঁড় করিয়ে টাক ও কাভার্ড ভ্যানের কাগজ পরীক্ষা না করে যাত্রার শুরু ও শেষ টার্মিনালে পরীক্ষার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, সড়ক-মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে কোনও কাগজ পরীক্ষা করা যাবে না।’

পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত এ সভায় গাড়ির কাগজপত্র ঠিক থাকার পরও মামলা দেওয়া, মহাসড়কে গাড়ি তল্লাশি, অতিরিক্ত রেকার ফি আদায় ও চালকদের সঙ্গে খারাপ আচরণসহ বিভিন্ন অভিযোগ জানা মালিক-শ্রমিক নেতারা। একইসঙ্গে তারা এসব সমস্যা সমাধানের জন্য আইজিপিকে অনুরোধ করেন।

এরপর মালিক-শ্রমিক নেতাদের আশ্বাস দিয়ে পুলিশের আইজি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে হলে পথে কাউকে হয়রানি করা যাবে না। কোনও পুলিশ সদস্যদের বিরুদ্ধে মহাসড়কে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মালিক-শ্রমিক সমস্যা সমাধানে পরিবহন সেক্টরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের কোনও বিকল্প নেই।’

পাশাপাশি আইজিপি মহাসড়ক যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে ফিটনেস ও বৈধ কাগজ ছাড়া গাড়ি না চালাতে মালিক-শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান। গাড়িতে নির্দিষ্ট ওজনের বেশি পণ্য পরিবহন না করা এবং ট্রাফিক আইন মেনে চলা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোলিক হর্ন ব্যবহার করা থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানান ।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেসুর রহমান, শিল্প পুলিশের অতিরিক্ত আইজি মো. নওশের আলী, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিআইজি (প্রশাসন) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি (অপারেশনস) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি হাইওয়ে মো. আতিকুল ইসলাম, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা জেলার পুলিশ সুপারসহ ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন হোসেন আহম্মদ মজুমদার, আবুল কাশেম, হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, মকবুল আহাম্মদ, আবু মোজাফফর, আবদুল মোতালেব প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাস্তায় ট্রাক-কাভার্ড ভ্যানের কাগজ পরীক্ষা করা যাবে না: আইজিপি

আপডেট সময় ১২:৩৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

আইজিপি এ কে এম শহীদুল হক শনিবার (৪ নভেম্বর) সকালে পুলিশ সদর দফতরে পরিবহন মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায়, রাস্তায় দাঁড় করিয়ে টাক ও কাভার্ড ভ্যানের কাগজ পরীক্ষা না করে যাত্রার শুরু ও শেষ টার্মিনালে পরীক্ষার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, সড়ক-মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে কোনও কাগজ পরীক্ষা করা যাবে না।’

পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত এ সভায় গাড়ির কাগজপত্র ঠিক থাকার পরও মামলা দেওয়া, মহাসড়কে গাড়ি তল্লাশি, অতিরিক্ত রেকার ফি আদায় ও চালকদের সঙ্গে খারাপ আচরণসহ বিভিন্ন অভিযোগ জানা মালিক-শ্রমিক নেতারা। একইসঙ্গে তারা এসব সমস্যা সমাধানের জন্য আইজিপিকে অনুরোধ করেন।

এরপর মালিক-শ্রমিক নেতাদের আশ্বাস দিয়ে পুলিশের আইজি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে হলে পথে কাউকে হয়রানি করা যাবে না। কোনও পুলিশ সদস্যদের বিরুদ্ধে মহাসড়কে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মালিক-শ্রমিক সমস্যা সমাধানে পরিবহন সেক্টরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের কোনও বিকল্প নেই।’

পাশাপাশি আইজিপি মহাসড়ক যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে ফিটনেস ও বৈধ কাগজ ছাড়া গাড়ি না চালাতে মালিক-শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান। গাড়িতে নির্দিষ্ট ওজনের বেশি পণ্য পরিবহন না করা এবং ট্রাফিক আইন মেনে চলা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোলিক হর্ন ব্যবহার করা থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানান ।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেসুর রহমান, শিল্প পুলিশের অতিরিক্ত আইজি মো. নওশের আলী, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিআইজি (প্রশাসন) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি (অপারেশনস) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি হাইওয়ে মো. আতিকুল ইসলাম, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা জেলার পুলিশ সুপারসহ ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন হোসেন আহম্মদ মজুমদার, আবুল কাশেম, হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, মকবুল আহাম্মদ, আবু মোজাফফর, আবদুল মোতালেব প্রমুখ।